আমাদের কথা খুঁজে নিন

   

সুমনুসংলাপ-২৭ (কবিরা কেন হতদরিদ্র হয় !!)

"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran)

মেয়ে ঃ দুঃখিত আসতে অনেক দেরি হল। কতোক্ষণ বসেছিলে ? ছেলে ঃ দেড় ঘন্টা ... মেয়ে ঃ দেড় ঘন্টা ! আসার কথা ছিল একঘন্টা আগে তুমি দেড়ঘন্টা আগে এলে কেন ? ছেলে ঃ আমি নির্ধারিত সময়ের আধঘন্টা আগেই এসেছি... মেয়ে ঃ কেন ? ছেলে ঃ সব অপেক্ষাই বিষাক্ত মনে হয় শুধু তোমার জন্য অপেক্ষা করতে ভাল লাগে ! মেয়ে ঃ তাহলে সারাজীবন অপেক্ষা করেই থাকো... কেমন ? ছেলে ঃ শোন তুমি যদি জানো অপেক্ষার পর বসন্ত আসবে তাহলে অপেক্ষা মধুর হবে,উত্তেজনার হবে... আরও কতকিছুর হবে...কিন্তু সারাজীবন অপেক্ষা করলে তো মেঘে মেঘে বসন্ত হারিয়ে যাবে !! মেয়ে ঃ আচ্ছা এখন তো আসলাম এখন কী বসন্ত বসন্ত লাগছে ?? ছেলে ঃ হুুঁ ! খুব ভাল লাগছে...তোমার পারফিউমটা মনে হয় খুব দামি যা ডেলিভারি দিচ্ছে... মেয়ে ঃ আচ্ছা বসন্ত আসার আগে দেড়ঘন্টা কী ভাবছিলে ? ছেলে ঃ এক অজ্ঞাত কবির লেখা ৪ লাইন কবিতা বারবার মনে পড়ছিল... মেয়ে ঃ শুনিয়ে ফেল !! তোমর মুখে কবিতা শুনতে ভালই লাগে... ছেলে ঃ তাহলে শোন... “ আসে তো আসুক রাতি,আসুক বা দিবা যায় ও যদি যাক্ নিরবধি তাহাদের যাতায়াতে আসে যায় কিবা ! প্রিয়া মোর নাহি আসে যদি !!” মেয়ে ঃ অসাধারণ ! আহারে কবির নামটা জানা গেল না !! আচ্ছা এখানে বোঝাল প্রিয়া যদি নাই আসে তাহলে অন্যকিছুতে আর কিছু এসে যায় না... ধর তোমার প্রিয়া আসল তাহলে তোমার কী কী যাবে আসবে... ছেলে ঃ এটা কী বললে ? প্রিয়া আসলে আর কিছু কী লাগে... মেয়ে ঃ তোমাদের ছেলেদের এই এক দোষ !! বিয়ের আগে মনে কর প্রিয়া ছাড়া এই জীবনে অন্যকিছুর আর দরকার নাই ! আচ্ছা আমাকে বল টাকা-পয়সার কী দরকার নাই ! ছেলে ঃ হ্যাঁ আছে তবে আগে প্রিয়া তারপর অন্যকিছু... মেয়ে ঃ তারপরও একই কথা বলছ... ছেলে ঃ তাহলে শোন... “আসে তো আসুক টাকা, আসুক বা পয়সা যায় ও যদি যাক্ সব সর্বনাশা তাহাদের যাতায়াতে কী বা ভরসা !! প্রিয়া যদি মোর নাহি দেয় ভালবাসা !! মেয়ে ঃ হুঁ কবিরা কেন হতদরিদ্র হয় তা এতদিনে বুঝলাম....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।