আমাদের কথা খুঁজে নিন

   

Google Earth - মজার কিছু দৃশ্য ও Easter Egg

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
Google Earth প্রথম যখন পুরোদমে ব্যবহারের সুযোগ আমি পেয়েছিলাম, অনেকটা নেশার মতো হয়ে গিয়েছিলো আমার। আজো নেশাটা যায়নি পুরোপুরি। বাংলাদেশের মাটিতে বসে, শুধুমাত্র পিসিতে বসে এমন সব স্থানের দৃশ্য দেখি যেখানে যাইনি কোনোদিন, জানি যাওয়া হবেও না কোনোদিনই। আর তাই হয়তো এই বাড়তি রোমাঞ্চকতা। যাই হোক এই পোস্টটি শুধু তাদের জন্য যারা Google Earth ব্যবহার করেন ও যাদের হাতে ১০ মিনিট সময় আছে কিছু মজাদার দৃশ্য উপভোগ করবার জন্য।

এগুলোর অনেকগুলো হয়তো অনেকের আগেই দেখা বা জানা। তবে যারা জানেন না তারা মজা পেতে পারেন। এই পোস্টটি গতকালের Easter Egg সংক্রান্ত পোস্টেরই অংশ ছিলো, পরে Google Earth এর এতোগুলো একসাথে দেয়া সম্ভব নয় বলে আলাদা পোস্টই দিলাম। এই পোস্টে Google Earth এ দেখা সম্ভব এমন কিছু অস্বাভাবিক, অসঙ্গতিপূর্ণ, মজাদার দৃশ্য এর একটি ছোট তালিকা দিলাম। এর কোন কোনটি সত্যিকারের কোন দৃশ্য, কোনটি বা Google এর রসিকতা কোনটা আবার খটকাদায়ক।

নিচে এমন কিছূ দৃশ্যের বিবরণ, অক্ষাংশ-দ্রাঘিমাংশ আর স্ক্রিনশট দিলাম। অক্ষাংশ-দ্রাঘিমাংশ হিসেবে যা দেয়া হয়েছে তা Google Earth এর Fly to নামক বক্সে কপি করে পেস্ট করে Enter বাটনটি চাপলেই আপনি Google Earth এর মাধ্যমে নির্ধারিত স্থানে পৌঁছে যাবেন। এভাবে করুন: ১. Firefox এর লোগো অবস্থান: 45° 7'25.87"N 123° 6'48.97"W ২. KFC এর সেই বুইড়া ব্যাটা অবস্থান: 37°38'46.50"N 115°45'2.98"W ৩. Eddie F**k অবস্থান: 53°32'18.35"N 1°20'44.17"W ৪. Tank Crossing - একটি মজাদার রোড সাইন অবস্থান: 51°11'04.44"N 1°51'13.51"W ৫. কোকাকোলার লোগো অবস্থান: 18°31'45.67"S 70°15'05.25"W ৬. খরগোশ অবস্থান: 44°14'38.11"N 7°46'9.40"E ৭. হাতির পাল অবস্থান: 10°54'13.28"N 19°56'5.72"E ৮. Jesus loves you - যীশূ আপনাকে ভালোবাসেন অবস্থান: 43°38'46.09"N 115°59'35.81"W ৯. সিংহ অবস্থান: 51°50'43.09"N 0°33'11.03"W ১০. ভেড়ার পাল অবস্থান: 29°46'15.67"S 21° 0'31.10"E ১১. নাৎসি প্রতীক অবস্থান: 32°40'33.83"N 117° 9'28.36"W ১২. বায়ুকল - Wind Mill অবস্থান: 51°41'0.48"N 5°46'37.25"E কতগুলো আমি ট্রাই করে দেখিনি, তবে কাজ করার কথা Horse 1: 31°39'42.14"N 106°34'57.65"W Horse 2: 51° 6'5.79"N 1° 8'26.09"E Horse 3: 51°39'5.23"N 3°15'27.47"W Boat + birds: 21°50'34.82"S 35°26'59.83"E Jump animals: 16°24'16.18"N 19°54'49.78"E Crop Circles: 53°31'54.33"N 1°21'24.93"W এরকম আরো শতশত আছে, খুঁজলে আরো পাওয়া যাবে। এগুলো আমি পেয়েছি কয়েকটা ওয়েবসাইট আর Youtube এর ৩টা ভিডিও থেকে। যাদের কাছে Google Earth নেই তারা ডাউনলোড করে নিতে পারেন এই ওয়েবসাইট থেকে: earth.google.com
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.