আমাদের কথা খুঁজে নিন

   

WWE এবং ৫ জনপ্রিয় রেসলার।



রেসলিং আমার খুব পছন্দের একটা খেলা। আমি জানি রেসলিং, সম্পূর্ণটাই পাতানো খেলা। কে হারবে, কে জিতবে, তা আগের থেকেই নির্ধারিত থাকে। তবুও প্রচন্ড মজা পাই রেসলিং দেখে। তো, সেই মজাটারই কিছুটা শেয়ার করছি আপনাদের সাথে।

রেসলিং কে বাংলায় বলা হয় মল্লযুদ্ধ বা কুস্তি। তাহলে রেসলিং হল কুস্তি জাতীয় খেলা। তবে কবে, কোথায় এবং কেমন করে এই খেলা শুরু হয়েছিল তার কোন সঠিক ইতিহাস পাওয়া যায় না। তবে এ খেলা সম্পর্কে এইটুকু জানা গেছে যে, খুব প্রাচীন কাল থেকেই বিভিন্ন সভ্যতায় এই খেলা- খেলার মর্যাদা পায়, সেই সাথে জনপ্রিয় হয়ে ওঠে। যতই সময় যায়, ততই মানসম্মত হতে থাকে রেসলিং।

ধীরে ধীরে সংশোধন, পরিমার্জন হয়ে পরিশীলিত রূপ নেয় এই খেলা। বেড়ে যায় এ খেলার দ্বিগুণ জনপ্রিয়তা। এটাকে পেশা হিসেবে নিতে থাকে খেলোয়াড়রা। সৃষ্টি হয় রেসলিং আয়োজক কিংবা সংগঠক। যেমন- ‘ন্যাশনাল রেসলিং আলায়েন্স’ বা ‘NWA’।

এ নাম পরিবর্তন হয়ে পরে নামকরণ হয় ‘ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশণ‘ বা ‘WWF’। বর্তমানে এর নাম হল ‘ওয়ার্ল্ড রেসলিং এনটারটেনমেন্ট’ বা ‘WWE’। জনপ্রিয় ৫ রেসলার : জন সিনা (John Cena) You can’t see me, my time is now………স্লোগানের মধ্যদিয়ে রিঙ ই প্রবেশ করেন বর্তমানের সবচেয়ে জনপ্রিয় রেসলার John Cena। WWE-র জনপ্রিয় প্রায় সব রেসলারদের অন্ততঃ একবার করে হলেও পরাজিত করেছেন এই জনপ্রিয় রেসলার। জিতেছেন একটার পর একটা চ্যাম্পিয়ানশিপ।

John Cena মোট ৮ বার WWE চ্যাম্পিয়ান হয়েছেন। ৩ বার হয়েছেন Tag Team চ্যাম্পিয়ান, ২ বার intercontinental চ্যাম্পিয়ান ও ২ বার US চ্যাম্পিয়ান হয়েছেন। রেসলিং ছাড়াও John Cena একটি মিউজিক ভিডিও তে কাজ করেছেন, যার Singer এবং Model John Cena নিজেই। এছাড়াও তিনি ‘The Marine’ নামে একটা সিনেমায় ও অভিনয় করেছেন, যা প্রচুর জনপ্রিয়তা কাড়তে সক্ষম হয়েছে। এক নজরে John Cena: বর্তমান নামঃ John Cena প্রকৃত নামঃ John Felix Anthony Cena জন্ম তারিখঃ ২৩/০৪/১৯৭৭ জন্ম স্থানঃ West Newbury, Massachusetts, USA উচচতাঃ ৬‘ ১“ ওজনঃ ২৪০ পাউন্ড চূড়ান্ত প্যাঁচঃ You Can't See Me Stalling Suplex দ্যা রক: বর্তমান নামঃ দ্যা রক।

প্রকৃত নামঃ ডিউয়েন জনসন। জন্ম তারিখঃ ২ মে, ১৯৭২। জন্ম স্থানঃ মায়ামি, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র। উচচতাঃ ৬‘ ৫“ ওজনঃ ২৭৫ পাউন্ড চূড়ান্ত প্যাঁচঃ The Rock Bottom. HHH: বর্তমান নামঃ হান্টার হার্স্ট হেমসলে। প্রকৃত নামঃ জাঁপল লেভেসকি।

জন্ম তারিখঃ ২৭ জুলাই, ১৯৬৯ জন্ম স্থানঃ নাশূয়া, নিউ হ্যাম্পশায়ার। উচচতাঃ ৬‘ ৫“ ওজনঃ ২৫০ পাউন্ড চূড়ান্ত প্যাঁচঃ The padegree The Undertaker: বর্তমান নামঃ দ্যা আন্ডারটেকার। প্রকৃত নামঃ মার্ক ক্যালাওয়ে। জন্ম তারিখঃ ২৪ মার্চ, ১৯৬৫। জন্ম স্থানঃ লাগভেগাস, নেভাড়া, যুক্তরাষ্ট্র।

উচচতাঃ ৬‘ ১০“ ওজনঃ ৩৩০ পাউন্ড চূড়ান্ত প্যাঁচঃ the tombstone. Stone Cold Steve Austin: বর্তমান নামঃ স্টিভ অস্টিন। প্রকৃত নামঃ স্টিভ উইলিয়াম। জন্ম তারিখঃ ১৮ ডিসেমব্র, ১৯৬৪। জন্ম স্থানঃ ভিক্টোরিয়া, টেক্সাস। উচচতাঃ ৬‘ ২“ ওজনঃ ২৪১ পাউন্ড চূড়ান্ত প্যাঁচঃ Stone cold Stunner.


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।