আমাদের কথা খুঁজে নিন

   

The Spirit of '71 Rises at Shahbag Square in Dhaka, CNN এর লিড নিউজঃ ৭১ এর চেতনার পুনর্জাগরন ঢাকার শাহবাগ অথবা প্রজন্ম চত্বরে। তুই রাজাকার, তোর নিস্তার নেই।।

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। কিছু মানুষরুপি হায়না, কিছু পাকিস্তানী রুপি বাংলাদেশি! এদের ফাঁসির দাবিতে আজ তরুণ সমাজ একাট্টা! কেউ পারবেনা ওদের সরিয়ে দিতে। কাল জনসমুদ্র থেকে উত্তাল ঢেউ সম্বলিত মহাসমুদ্রে পরিনত হতে যাচ্ছে বাংলার তাহরির স্কয়ার বা শাহবাগ অথবা আন্তর্জাতিক ও জাতীয় ভাবে স্বীকৃত "প্রজন্ম চত্বর।

" এর থেকে ভাল নামকরন আমি বোধ করি বাংলাদেশে আর দেখিনি। যেখানে সবকিছুই সম্মানিত-অসম্মানিত ব্যাক্তির নামে চলে যাবার প্রবনতা থাকে, এটি একটি ব্যাতিক্রম বই কি! ব্যাতিক্রম তো আরও কত কিছুতেই। যুদ্ধ না দেখেও আজ আমি অনুভব করতে পারি, কত দৃঢ় হতে পারে সেই ঐক্য! কত নির্মল হতে পারে দেশের প্রতি নিবেদন। আজ আমি এক একজন যোদ্ধাকে দেখছি ব্লগে, ফেসবুকে অথবা প্রজন্ম চত্বরে। যে যেভাবে পারছে, যতটা পারছে, করছে।

দাবি একটাই, যুদ্ধপরাধিদের বিচার চাই, ফাঁসি চাই। তবে কাদের মোল্লা কি ফাঁসির দড়িতে ঝুলবে? এই প্রশ্নটিও ঝুলে আছে, ঝুলে আছে আরও অনেক কিছুই। কেউ বলছে সরকারী "আঁতাত", কেউ বলছে বিচার এর ভুল, কেউ বলছেন আইনজীবীদের দুর্বলতা। তবে যাই হোক ঘটনা, কাদেরের ফাঁসি সকলেই চাই, এতে কোন কনফিউশন নেই কারো মধ্যেই। শিবির জামায়াত, এরা হচ্ছে বাংলাদেশের মাঝেই একখণ্ড প্রতারক পাকিস্থানি।

কিভাবে? =বলছে শাহবাহে গাঁজা সেবন করা হচ্ছে, =বলছে সেখানে কে না কে যৌন হয়রানির শিকার হচ্ছে, =বলছে রাজশাহীতে নাকি আন্দোলন থেকে মহিলা পুলিশকে লীগ কর্তৃক ধর্ষণ করা হয়েছে এবং হত্যা করা হয়েছে। =কোন এক নাস্তিকের ইসলাম বা নবি করিম (স) কে গালি দিয়ে দেওয়া স্ট্যাটাস এর স্ক্রিন শট নিয়ে বলছে আন্দোলন নাস্তিকদের। (চালবাজ দের কাজই এমন, দুর্বল ফটোশপ ও হতে পারে, খুব কঠিন কাজ নয়) =আন্দোলন নাকি লীগ এর হয়ে গেছে! আরও কত প্রকার ম্যাতকার, কিন্তু ব্যাতিক্রম এখানেও! আমরা অনড় আর কিচ্ছু বুঝিনা, যতই ভুল বুঝাও, ফাঁসি আমাদের চাইই চাই! জীবন গেলেও রাজাকার শয়তানদের মৃত্যু না নিশ্চিত করে আর ঘরে ফিরছিনা আমরা। আমরা জিততে গিয়েছি ওখানে, এই প্রজন্ম হারতে জানেনা, শিখেনি। প্রতিটি ঘটনা নিজে বারবার কনফার্ম হয়েছি, মিথ্যে, যার বিশ্বাস না হয়ে একবার শাহবাগে গিয়েই দেখেন।

মন্ত্রীকে কথা পর্যন্ত বলতে দেওয়া হয়নি, এতোটাই "সাধারন মানুষের" এই আন্দোলন। রিকশাওয়ালা থেকে দিনমজুর, কর্মচারী থেকে মন্ত্রী, খেলোয়াড় সবারই একটাই চাওয়া, ফাঁসি চাই ফাঁসি! গান গেয়ে নিজেদের উদ্দীপ্ত রাখছে ওরা, কোথাও বোমা মারছেনা, বাস পুড়াচ্ছেনা, মারছেনা মানুষ। শুধু দাবি আদায়ে কেউ ছবি আঁকছে কী কবিতা লিখছে কেউ বা দিচ্ছে স্লোগান। এইতো তারুন্য, এইতো প্রতিবাদ, এই আমাদের পরিচয়, আমদের শুদ্ধতা! আমরা অথর্ব শিবির নই, দেশের ক্ষতি করে মানুষ মেরে আমাদের ক্ষমতার দরকার নেই। আমরা শুধু চাই ন্যায়।

অনলাইনে এই আন্দলনের বিরুদ্ধে নানা অপপ্রচার চলছে, শিবিরই চালাচ্ছে, চিনুন ওদের, সচেতন থাকুন ও প্রতিরোধ করুন শক্ত হাতে। সাম্প্রদায়িকতা ও দেশদ্রোহিতার চেতনায় বাঁচা এইসব রাজাকারের দল এই দেশে আমাদের দেশ প্রেমের সামনে কতক্ষন? প্রক্রিয়া শুরু হয়ে গেছে, জামায়াত শিবির এর রাজনীতি নিষিদ্ধ হল বলে। এ একটি রাত নয় আমাদের, এ একটি ভোরের অপেক্ষা। CNN এর লিড নিউজটি(ছাগুদের কাছে যা ২০০ মানুষের সমাগম মনে হয়) CNN PRODUCER NOTE Student AiSajib captured these images of angry demonstrations in the Bangladeshi capital, Dhaka, in protest against the sentencing of Islamist cleric to life in prison for crimes against humanity in the nation's 1971 war of independence, in which hundreds of thousands of people died. Many Bangladeshis has expected the death sentence to be imposed on the cleric. Protests have rocked many cities in the country for the past few days, many organised on social media. Further protests are expected on Friday. - sarahbrowngb, CNN iReport producer The protest against the verdict of war criminal in Dhaka has crawled into its third consecutive day with thousands of people's participation. Bloggers and Online Activists' Network first gathered at Shahbag square demanding capital punishment of Jamaat-e-Islami Assistant Secretary General Abdul Quader Mollah shortly after the International Tribunal-2 sentenced him to lifetime imprisonment for crimes against humanity in Liberation War 1971. The activists, along with many more people from blogs and social networking sites, have rejected the verdict and started protesting it since Tuesday afternoon at one of the city's busiest intersection, Shahbag square. As the news of this sit-in spread through social media, thousands of more people have joined the protest demanding death sentence for Abdul Quader Mollah and every war criminal. The third day of the sit-in protest started with the demonstrators singing national anthem at 8 in the morning. As more and more people were gathering Shahbag square with the same demand, there were slogans, placards and banners at the hands of the protesters. "For four decades, we have remained quiet with the hope that one day these war criminals will be sentenced to death. We cannot accept their lifetime imprisonment," said Shoaib, a student of Dhaka University, who has been there since the first day of this protest. “We will not leave until Quader Mollah is sentenced to death.” WIDESPREAD PARTICIPATION Shahbag square is full of people from all classes, gender, religion and profession. There are students from schools, colleges, universities and medical colleges; teachers from different institutes as well as general people of all age and profession. They have gathered at Shahbag square for one single demand, “Hang the war criminals until death.” Rumana Ahmed, a medical college student at her final years said, “I'm not at all interested in politics. But I know what happened in Bangladesh back in 1971. I know what the war criminals did to us. We can't just let them live. Be it in prison or wherever. They have to die.” “If a murder's verdict is death sentence, then how can a person involved in over 300 murders can be sentenced to lifetime imprisonment instead of death sentence,” asks another student pointint at Quader Mollah. Cricketers, musicians, performers and many other people with no involvement in politics have also appeared at Shahbag protest and expressed their concern. Bangladesh National Cricket Team is reported to join the protest at Shahbag on Saturday, according to an announcer at the main stage of Shahbag. In addition to demanding capital punishment for Quader Mollah and every war criminal, people are also demanding a permanent ban on religious politics in Bangladesh specifying Jamaat-e-Islami, of which many leaders are accused to be war criminals. The party, however, have rejected the verdict demanding that Quader Mollah be freed from all accusations. Earlier, the party had called countrywide dawn-to-dusk general strike on the day verdict was delivered. Because the verdict went against their leader, they called for a second consecutive general strike on Wednesday. But that didn't stop thousands of people from gathering at Shahbag square. Even rickshaw pullers from surrounding areas showed their support for this protest as they carried many passengers from nearby areas to Shahbagh for free. Online news agency banglanews24 reported that many rickshaw pullers declined to take any money from passengers who came to protest the verdict. “This shows that a simple rickshaw puller has patriotism and hate for war criminals in his heart,” commented many people who had to insist the rickshaw pullers to take money. Some organizations have arranged for a mass signature on white paper. Many people were seen writing down their messages and demands along with their signatures in a really long white paper. Journalists and cameramen from different medias have also set up temporary newsroom and cameras to provide live coverage from time-to-time. Media journalists were also seen dressed with the national flag-themed dress-up. GENERATION SQUARE Many people on the Internet has began naming the area as “Projanmo Chottor” which means generation square in English. The reason behind that is the demonstration has been started by youths and since then is being throttling forward by mostly the youths. Freedom fighters who appeared at Shahbag square said that they had the same spirit in 1971 when they were youths. “It's all possible if youths come forward. And today, they have.” A public WiFi has also been set up at Shahbag square with SSID "Projanmo Chottor" giving people access to high speed Internet for providing live coverage of the event on the Internet. SUPPORT FROM AUTHORITIES The government officials have said that they will file an appeal to this verdict within the 30-day deadline, but have remained quiet about the ongoing protest at Shahbag square. Many believe that the government silently supports this protest as some politicians from the ruling party Awami League have appeared and showed their support to this protest. Information Minister Hasanul Haq Inu told a local news agency bdnews24, “I am a freedom fighter. Quader Mollah was sentenced to death in the mock trials in te Jahanara Imam-led Gonoadalot (Court of the People) only 500 yard from here.” He was referring to Shahbag square protest as being the court of the people. Hundreds of law enforcers have been deployed to secure the area. The Dhaka City Corporation has arranged mobile toilets and water tanks with drinking water for public service. Traffic has been rerouted to other areas to keep the traffic running as smooth as possible. GRAND RALLY The organizers of the protest has announced this evening that a grand rally will be held on Friday at 3 pm. They invited people from all profession of all age to participate in the grand rally and make it a success. They, however, have asked not to bring any political banners. The protest has been spread across the country with many more sit-in demonstrations at different cities in Bangladesh. But Shahbag's protest is the one that was initiated by bloggers and online activists and since then has grown to be a huge human sea attracting people from all levels. It is still not sure when they are going to clear the area as all of them seem vowed not to move an inch until Quader Mollah is sentenced to death. ANOTHER TAHRIR SQUARE? Some bloggers have been commenting that this can be another Tahrir Square although the people gathered at Tahrir Square were against the government but the people here have gone against the verdict and are demanding nothing but death for war criminals. “Tahrir Square is an inspiration. A proof that it is possible if all people want. The cause for the protest is not necessarily the same. But we can inspire the nation that we can do this,” wrote a blogger on Somewhere..in Blog. However, not everyone agrees with this. “This isn't a Tahrir Square. This is the Dhaka Medical College premises from 1952's language movement,” said Blogger Alam Chowdhury. “We don't need to draw examples from other countries. We have our own.” Local news agencies have reported that the government, in addition to preparing to appeal the verdict, is looking at laws to see if there is any possible way to ban religion-based politics. Meanwhile, as the day is coming to an end, the number of people at “Generation Square” is growing at a surprising rate as the demonstration is crawling into its fourth day amid youth with the spirit of 1971's Liberation War. নিউজ লিঙ্ক। একটি ভাল লাগাঃ এই আন্দোলনকে ব্লগারদের আন্দোলন বা কিছু ব্লগারদের ডাকে আন্দোলন বলা হচ্ছে।

বিষয়টি গর্বিত করে, আপনাদের মাঝে নগন্য একজন হতে পারায়। তবে, এই আন্দলনের কৃতিত্ব কোন মানুষ, নেতা বা গোষ্ঠীর নয়, হতে পারেনা। এই আন্দোলন গন মানুষের আন্দোলন। এর ক্রেডিট সবার। আর সবাই মিলে যা চাওয়া হয়, তা না দেবার কে আছে? দেশ তো আমাদেরই!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।