আমাদের কথা খুঁজে নিন

   

সিরাজগঞ্জে দু'মহল্লার সংঘর্ষে আহত ২০

জুয়া খেলাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর পুঠিয়াবাড়ী ও রৌহাবাড়ী মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ইট-পাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষে চলাকালে ৫/৬টি বসতবাড়ী ও দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, জুয়া খেলা নিয়ে পুঠিয়াবাড়ী মহল্লার সিয়ান ও রৌহাবাড়ীর হাবিবের মধ্যে দ্বন্দ চলছি।

বিষয়টি মিমাংসার জন্য পৌর মেয়র জয়নাল আবেদীন তারা ও হানিফ বুধবার সন্ধ্যায় পুঠিয়াবাড়ীতে সমঝোতা বৈঠকে বসে। বৈঠকে কথাকাটাকাটির এক পর্যায়ে দু'গ্রুপের মধ্যে সংঘর্ষে বাঁধে। সংঘর্ষে রফিকুল, ইমরান, কালু, ফরিদ ও হাসেমসহ ১০জন আহত হয়।

এ ঘটনার জের ধরে আজ বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের অনন্ত ১২জন আহত হয় এবং প্রায় ৫/৬টি বসতবাড়ী ও দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সদর থানার সহকারী-উপ-পরিদর্শক রেজাউল করিম ঘটনাস্থল থেকে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.