আমাদের কথা খুঁজে নিন

   

আর কত রক্ত ঝরবে গাযায়

কত ক্ষয়!

গাযায় মানবতা লুন্ঠিত এখন। নিরন্তর ঝরছে রক্ত। বিশ্ব-মানবতা তাকিয়ে সেদিকে। সংবাদ মাধ্যম সোচ্চার। প্রতিবাদ জানাচ্ছে বিশ্বের মানুষ।

অথচ নিরসনের কোন লক্ষন নেই। জাতিসংঘ’র ভূমিকা রহস্যজনক। গাযায় তিন সপ্তাহ ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। মৃত্যের সংখ্যা এত বেশি যে গাযাবাসী ফিলিস্তিনিরা নিহত স্বজনদের কবর দেওয়ার জায়গাও পাচ্ছে না। জায়গার অভাবে গাযায় অবস্থিত সকল কবরস্থান বন্ধ করে দেয়া হয়েছে।

নতুন কবরস্থান তৈরির চেষ্টা করছে গাযাবাসী। কিন্তু মাত্র ছয় মাইল প্রস্থ এবং পঁচিশ মাইল দৈর্ঘের গাযা শহরে নতুন কবরস্থান তৈরির মতো জায়গাও নেই। এমনিতেই গাযায় সব সময় কবর দেয়ার জায়গার সংকট থাকে। অতএব বলা চলে গাযা শহর পুরোটাই এখন কবরস্থানে পরিণত হয়েছে। জায়গা না পেয়ে পুরনো কবরস্থান নতুন করে খুঁড়ে আবার কবর দেয়া হচ্ছে।

এই হলো নির্মম হত্যা কান্ডের শিকার গাযার বর্তমান পরিস্থিতি। যত দিন যাচ্ছে গাযায় হামলা আরও তীব্র করেছে ইসরাইলি সেনারা। বিভিন্ন সংবাদ মাধ্যমের মতে ২৭ ডিসেম্বর থেকে এ হামলায় ৩১১ জন শিশুসহ সাড়ে দশ হাজারের বেশি মানুষ মারা গেছে। ইসরাইল প্রতিদিন ব্যবহার করছে নতুন নতুন অস্ত্র। গাযাকে ইসরাইল নিত্যনতুন অস্ত্র পরীক্ষার ল্যাবরেটরিতে পরিণত করেছে।

আহতদের পরীক্ষা করে সে লক্ষণ পাওয়া গেছে। ডাক্তারদের মতে অনেক রোগীর ক্ষত দৃশ্যমান না হলেও অবস্থা খুবই খারাপ। তাদের শরীরের কোষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতদের এ অবস্থা ডাক্তারদের কাছে খুবই ব্যতিক্রম মনে হয়েছে। ধারণা করা হচ্ছে, ফসফরাসসহ বিষাক্ত ধোঁয়া সৃষ্টিকারী বোমার আঘাতে তাদের ওই অবস্থা হয়েছে।

এতে ধারণা করা হচ্ছে অন্য কারো ঈশারায় ইসরাইল পরীক্ষামূলক ভাবে গাযায় বিষাক্ত বোমা ব্যবহার করছে। যার ক্ষতি হয়তো দীর্ঘদিন বহন করতে হবে গাযা বাসীদের। এ পরিস্থিতিতে জাতিসংঘের উচিত এ হত্যাযজ্ঞ থামানো। অন্যদিকে লাদেন জিহাদের হুমকি দিয়েছে। বিশ্বে ধর্মপ্রাণ মুসলমান এ আত্ম-ঘোষিত জিহাদিকে আমলে নেন না।

তাঁকে ধর্ম খেকো লাদেন হিসেবেই দেখে মানুষ। অতএব তার ঘোষিত তান্ডব শুরু হওয়ার আগেই গাযা পরিস্থিতি সামাল দেয়া জরুরী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।