আমাদের কথা খুঁজে নিন

   

৫৫ শতাংশ ভর্তুকি দিয়ে নন ইউরিয়া সারের মূল্য প্রায় ৫০ ভাগ হ্রাসের ঘোষণা দিয়েছে সরকার।

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

প্রতি কেজি ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ৪০, মিউরেট অব পটাশ (এমওপি) ৩৫ টাকা এবং ডাই অ্যামোনিয়াম ফসফেটের (ডিএপি) দাম ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার দুপুরে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী এবং শিল্প মন্ত্রী দিলীপ বড়–য়া এক সঙ্গে সাংবাদিকদের এ তথ্য জানান। মতিয়া চৌধুরী বলেন, "এর আগে প্রতি কেজি বিক্রয় মূল্য ছিল টিএসপি ৭৫-৮০ টাকা, এমওপি ৬৯-৭০ টাকা এবং ডিএপি ৮৭-৯০ টাকা। সব কিছু মিলিয়ে আমারা প্রায় ৫৫ ভাগ ভর্তুকি দিলাম নন ইউরিয়া সারে। প্রতি কেজি ১২ টাকায় বিক্রি হলেও ৩০ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে।

এ জন্য ৪২০০ কোটি টাকা ভর্তুকি আছেই। " তিনি বলেন, "নন ইউরিয়া সারের জন্য সরকারি খাতে ভর্তুকি ১ হাজার ৫২০ কোটি টাকা। বেসরকারি আমদানীকারকরা যেটা আনছে সেখানে ভর্তুকির পরিমাণ হচ্ছে ১ হাজার ২৩৬ কোটি ৫১ লাখ টাকা। নন ইউরিয়া সার বিএডিসি আমদানী করে। সিইউএফএএল এ কিছু ডিএপি উৎপাদন হয়।

বিএডিসির পাশাপাশি বেসরকারি খাতও আমদানী করে। " তিনি বলেন, "প্রধানমন্ত্রীর সক্রিয় উদ্যোগে এবং আমাদের নির্বাচনী ইশতেহার পূরণের লক্ষ্যে নন ইউরিয়া সারের দাম কমানো হয়েছে। আমরা মনে করি, এতে বোরো মওসুমে কৃষক স্বস্তির নি:শ্বাস ফেলবে। " দেশে সারের মজুদ সম্পর্কে কৃষি মন্ত্রী বক্তব্য, "আমাদের যে মজুদ আছে সেটা আগে খালি করতে চাই। আমি তো এটা পানিতে ফেলে দিতে পারি না।

যেই এনে থাকুক না কেন তারা তো খারাপ উদ্দেশে আনেনি। তখন প্রয়োজন ছিল তারা এনেছেন। পরবর্তীতে ১৫ শতাংশ ভর্তুকি দেওয়ার পরও কৃষক নিচ্ছে না। নিতে পারছে না। তাই আমরা কষ্ট হলেও এটা দিয়ে দিবো।

" সাবাস !! কৃষক বান্ধব কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী আপনাকে লাল সালাম । আপনাদের এই সিদ্ধান্ত আসছে বোরো মওসুমে কৃষকের প্রতি বছরের হতাশা কাটিয়ে নব উদ্যোমে কাজে নেমে পড়বে । আশা করি আপনার দক্ষ নেতৃত্বে আবার আমরা খাদ্যে সয়ংসম্পুর্নতা অর্জন করবো । দেশের সাধারন গরীব মানুষ অন্তত মোটা ভাতের নিশ্চয়তা পাবে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।