আমাদের কথা খুঁজে নিন

   

এবছরই বীরাঙ্গনাদের রাষ্ট্রীয় সম্মান জানানো হোক

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব

ভাগ্যিস, বঙ্গবন্ধু তাঁদেরকে সম্মান দেখিয়ে "বীরাঙ্গনা" উপাধিতে আখ্যায়িত করেছিলেন। এটুকু ছাড়া তাঁদের জন্য আমরা কিছুই করতে পারিনি। ঘূণে খাওয়া প্রচলিত সমাজের রক্ষণশীল জনগণ তাঁদেরকে অকুন্ঠ চিত্তে গ্রহণ করে নেয় নি। অথচ তাঁদের তো কোন অপরাধ ছিল না। তাঁরা ছিলেন পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের নির্মম নির্যাতনের শিকার।

তাঁরা ধর্ষিত হয়েছিলেন দেশের জন্য, বাঙালির মু্ক্তির জন্য; তাঁরা তাঁদের সর্বস্ব বিসর্জন দিয়েছিলেন, চেয়েছিলেন গণমানুষের মুক্তি; কিন্তু এর বিনিময়ে তাঁরা সমাজের অবহেলা, গঞ্জনা আর বাজে কথা ছাড়া কিছুই পাননি। নির্যাতিত-ধর্ষিত হয়েছিলেন দেশের জন্য- এটাই তাঁদের অপরাধ! ভাবতেও লজ্জা লাগে যে স্বাধীনতার ৩৭ বছর পরেও আমরা তাঁদেরকে যথাযথভাবে রাষ্ট্রীয় সম্মান দিতে পারিনি। তাঁরা লজ্জায় তাঁদের আত্মত্যাগের কথা পর্যন্ত বলতে পারেন না। অথচ এই আত্মত্যাগই হওয়া উচিত ছিল তাঁদের সবচেয়ে গর্বের ব্যাপার। আজো তাঁদের যথার্থভাবে পুনর্বাসন করা হয় নি; কোন ব্যবস্থা নেয়া হয় নি যাতে করে তাঁরা গর্বিত চিত্তে সম্মানের সাথে সমাজে বসবাস করতে পারে।

ফিবছর স্বাধীনতা ও বিজয় দিবসে আমাদের মু্ক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করা হয়। কিন্তু আজ পর্যন্ত আমরা কখনো শুনিনি যে বীরাঙ্গনাদের রাষ্ট্রীয়ভাবে এভাবে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করা হয়েছে। আমরা চাই, এবছরই মহান স্বাধীনতা দিবসে অর্থাৎ ২৬ মার্চ বীরাঙ্গনাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হোক। বাঙালি জাতি বরাবরই অকৃতজ্ঞ জাতি। আমরা আমাদের জাতির জনককে হত্যা করেছি কোন সংকোচ ছাড়াই; হত্যা করেছি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানকে।

আমরা আজ পর্যন্ত ভারতীয় সৈন্যবাহিনীর অবদানকে স্বীকৃতি দিয়ে একটি ভাস্কর্য পর্যন্ত করতে পারিনি, পারিনি জর্জ হ্যারিসন, পন্ডিত রবি শংকরসহ আমাদের বিপদকালীন বন্ধুদের স্মৃতি রক্ষার্থে কোন ব্যবস্থা নিতে। আমরা কতদিন এই লজ্জা সহ্য করে যাব, কতদিন আমরা পূজযুক্ত থাকব! আজ সময় এসেছে গ্লানিমুক্ত হওয়ার! এবং এর প্রক্রিয়া শুরু হোক বীরাঙ্গনাদের যথাযথ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।