আমাদের কথা খুঁজে নিন

   

আল কায়দা, ৯/১১ এবং আমেরিকান সরকারের ইনসাইড জব সম্পর্কে একটি প্রশ্ন

Everyone is entitled to my opinion.

আজকে ব্লগার সায়েন্স জোনের এই পোস্টটিতে Click This Link একটা কমেন্ট করেছিলাম। এখানে সেটাকে আবার নতুন করে পোস্ট হিসাবে দিয়ে দিলাম। সায়েন্স জোনের পোস্টটা মূলত ৯/১১র ঘটনা যে আমেরিকান সরকারের ইনসাইড জব সেটার উপরে। এই তত্ত্বের প্রমাণ হিসাবে বেশ কিছু ব্যক্তির বক্তব্য এবং আনুষাঙ্গিক প্রমান হাজির করা হয়েছে। আমি একজন সাধারণ মানুষ।

আমার মাথায় সাধারণ সব চিন্তা ঘোরে। তাই আমি সায়েন্স জোনের দেয়া প্রমাণ সম্পর্কে একমত বা দ্বিমত কোনটাই এখানে পেশ করব না। তার বদলে আমি একটা সহজ, সরল প্রশ্ন উত্থাপন করতে চাই। এই প্রশ্নটির উত্তর আমি অনেক দিন ধরেই খুজছি। আশা করি আপনারা যারা এই প্রশ্নটির সদুত্তর জানেন তারা আমার এই সাধারন কৌতুহলটি নিবৃত করবেন।

ধন্যবাদ। প্রশ্নটি হলোঃ যাদের বিরুদ্ধে অভিযোগ সেই আল-কায়দা বা ওসামা বিন লাদেন বা মোল্লা ওমর গত সাত বছরে শত শত অডিও ভিডিও (এবং ওয়েব সাইটে) দিয়ে অসংখ্য বার অসংখ্য বিষয়ে সারা পৃথিবীর মানুষকে বিভিন্ন মেসেজ দিলেও একটি বারের জন্যেও তারা টুইন টাওয়ারের ঘটনা অস্বীকার করেনি। কেন? যে কাজটা তাদের সর্বপ্রথম করার কথা সেইটা এই সাত বছরে একবারও উল্লেখ করেনি। বরং তারা অসংখ্য বার বলেছে প্রয়োজন হলে তারা আবারও টুইন টাওয়ারের মতো ঘটনা ঘটাবে। এই সবই আরব মিডিয়া (বিশেষ করে আল জাজিরা) থেকে পাওয়া।

প্রকারন্তরে,এর মানে এই দাড়ায় যে, তারা দোষটা স্বীকার করে নিচ্ছে। এইটা তো কোনো নির্দোষ ব্যক্তির আচরণ না। কেউ যদি নিজেকে নির্দোষই দাবী না করে তাহলে আদালত (এই ক্ষেত্রে জনগন) তাকে কিভাবে নির্দোষ হিসাবে রায় দেবে? আপনি কিভাবে তাকে নির্দোষ বলবেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।