আমাদের কথা খুঁজে নিন

   

এটা লজ্জা নাকি আমার দূর্বলতা.......



আমি এই ব্লগের জগতে খুব নতুন। তাই আপতত এইখানে নিজেকে তুলে ধরছি। আজকের লেখাটি আপনাদের কেমন লাগবে জানি না, কিন্তু আমার লিখতে হবে । নিজের সমস্যা বলে কথা..... আমরা তিন ভাই। কনো বোন নেই।

ছোট বেলা থেকেই আমি ছেলেদের স্কুলে পড়তাম, আমার প্রথম স্কুল ছিল, দি বার্ডস রেসিডেন্সিয়াল , এটা সিলেট এর শ্রীমঙ্গল এ অবস্থিত। ওই স্কুলে আমার শৈশব স্কুল জীবনের প্রথম , দ্বিতীয় শ্রেণী পড়ি। ঐ স্কুলে ছেলে ,মেয়ে একসাথে পড়িশুনা করত। শ্রীমঙ্গল আমার মামা বাড়ি ছিল, তাই আমি আমার নানুর কাছেই থাকতাম। আব্বু,আম্মু সিলেট থাকতেন।

মামারা স্কুলে দিয়ে আসতেন, নিয়ে যেতেন। আমার খুব কম সংখ্যক বন্ধু চিল। যাই হউক, শ্রীমঙ্গল এর পাঠ চুকিয়ে তৃতীয় শ্রেণী তে ভর্তি হয়ে সিলেট আসলাম, বিদ্যালয় এর নাম ছিল, আর্দশ বিদ্যালয়। এতে অ ছেলে ,মেয়ে এক সাথে পরত। এই বিদ্যালয়ে আমার প্রচুর বন্ধু চিল, কিন্তু কনো বান্ধবী চিলো না।

আমার সমস্যা এই বান্ধবী নিয়ে। ৫ম শ্রেণীতে আমি সিলেট এর বিখ্যাত সিলেট গভ.পাইলট স্কুলে চলে আসলাম। বুঝতেই পারছেন , আমার এই স্কুলে কনো মেয়ে বন্ধু চিলো না। আমার সমস্যা এই একটি জায়গায় , আমার কনো মেয়ে বন্ধু কেনো নাই? আমি মেয়েদের সাথে কখনও কথা বলার সাহস পেতাম না। আমার আন্তীয় যারা মেয়ে চিলো তাদের সাথে কখনও কথা বলতাম না।

শুধু ভয় হত। মেয়েদের সব সময় এড়িয়ে চলতাম। আমি যখন ১০ম শ্রেণীতে তখন মেট্রিক এর জন্য কোচিং করার জন্য একটি কোচিং এ ভর্তি হই। এই খানেই আমার সবচেয়ে বড় সমস্যা হয়ে দাড়ায় একটি মেয়ে। যাকে ভালোবেসেছিলাম...(পরবর্তী পোস্ট এ লিখব) যাই হউক, ssc পরীক্ষার পর ভর্তি হই সিলেট এম.সি কলেজে।

তখনও আমার কনো মেয়ে বন্ধু চিলো না। এখন ঢাকাতে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, Engineering পড়ছি, ৩টি বছর শেষ একনও আমি মেয়েদের সাথে কথা বলতে পারি না। মেয়েদের সামনে গেলে আমার খুব নার্ভাস লাগে। বুক ধড়ফড় করে। অস্বস্তি হয়।

আমার বর্তমান শিক্ষা জীবনের ওনেক প্রয়োজনীয় তথ্য মেয়েদের কাছে খুজতে পারি না। কেনো পারি না? আমার ভয় হয়। কি জন্য ভয় হয় ? জানি না, জানি না....... আপনাদের ওনেক বিরক্তির উদ্রেক করলাম , তাই না? আমার যে উওর জানা লাগবে........ ধন্যবাদ এবং শুভ রাত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।