আমাদের কথা খুঁজে নিন

   

দিন বদলের বিটিভি.......



আজ ব্লগ এ যা লিখব তা সম্পুর্ণ গতকালের বিটিভি তে প্রচারিত অনুষ্টান নিয়ে। আমার বাসায় আকাশ থেকে প্রাপ্ত চ্যানেল গুলা নাই,তাই আমি বিটিভির অনুষ্টান এর উপর নির্ভরশীল । ওনেক দিন পর বিটিভি দেখতে গেলাম,কিন্তু চরম হতাশ হলাম। সেই হতাশা গুলি আপনাদের সাথে শেয়ার করব এখন। ব্লগ লেখার আগে আমি বিটিভির ওয়েব সাইট এ গেচিলাম।

তো, ওয়েব সাইট এর একটি অংশে বিটিভিতে দৈনিক কি কি প্রচারিত হবে তার একটি ধারণা পাই। তা হলো: Percentage/Ratio of various programmes : 1. Education, Science and Information Technology : 10% 2. Health, Nutrition and Family Planning : 10% 3. Current Affairs : 5% 4. Agriculture and Environment : 5% 5. Programmes for Children and Juvenille : 15% 6. Programmes on Development issues : 10% 7. Recreational/Drama/Music/Magazine programmes : 45% কিন্তু,বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিটিভি সব নিয়ম ভুলে গিয়েছিল। সন্ধ্যা রাত থেকে বিটিভি বঙ্গবন্ধু কে নি্যে মেতে উটলো। নিচে বিটিভি কি কি প্রচারিত হয়েছিল তা নিচে উল্লেখ করা হল: সন্ধ্যা ৭ টায় বিশেষ সংঙ্গীতানুষ্ঠান "বাংলাদেশের হৃদয় হতে"। রাত ৮ টার বাংলা সংবাদের পর আলোচনা অনুষ্ঠান "বঙ্গবন্ধু ও বাংলাদেশ"।

রাত ৯ টায় আলেখ্যানুষ্ঠান "তোমার আপন পতাকায় তুমি"। রাত ১০টার ইংরেজী সংবাদের পর "স্মরনীয় সেই দিন গুলো"। রাত ১১টায় আলোচনা অনুষ্ঠান "বঙ্গবন্ধু ও বাংলাদেশ" আমার প্রশ্ন হল , বিটিভি কি তাহলে আবার আওয়ামী পন্তী হয়ে উটবে ?? একটি গন মাধ্যম কি একটি রাজনৈতিক দলের খবর প্রচারের মাধ্যম হবে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।