আমাদের কথা খুঁজে নিন

   

কাক সিরিজ-২৯

mail.aronno@gmail.com

আবার শুদ্ধ হাতে ফিরে এলাম কাকের প্রতিবাদে পরতে পরতে ছড়িয়ে পড়ছে আঁধার ভুল মায়া, বিষাক্ত ঘুমে ডুবে ‌পাখি ও সাপের দিন ফুরালে ভারী হয় বুক পাতার শব্দ শুনে বহুযুগ পর কেউ ফিরে এলে মনে নিজেরই রক্তে জ্বলে উঠে আগুন ছায়া ও মুদ্রার নিষিক্ত আলাপে আমাকে প্রশ্ন করে আমারই ঋতু ‘কেন তুমি এমন বিশ্বাসী হলে’ চারিদিকে রাতের বিরূপ আলো পোড়া হাত নেমে আসে কাকের আদরে যতদূর চোখ যায় অনন্ত শরীর জেগে থাকে কাকের মোহাবেশে অরণ্য ০৩.০৯.১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।