আমাদের কথা খুঁজে নিন

   

ধুলো ওড়ানো শব্দগুলোঃ ১৬

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

বারান্দার দরজাটা খুলবোনা , দেখবোনা উপহাসি চাঁদ ঘরের আলো নেভাবোনা, ভাল্লাগেনা আর আঁধারের সঙ্গম চোখের জল বাতাসের প্রেমে পাগল হলে , রুখবোনা তা আর ঠোঁটের হাসিটা বেঁকেছে একপাশে, দেখবোনা আয়নায় আত্মঘৃণা বেঁচে আছি-থাকব যতক্ষণ সে উপাত্তে কেবলই এক বিহনের যাতনা। ধুলোগুলো জোট বেঁধে প্রতিদ্বন্দী হয়ে ওঠে অথচ আমি পূর্ব পরাজিত ধুলোগুলো গায়ের উপর অরাজক ঔদ্ধত্যে মেতে ওঠে যৌন খেলায় ধুলোগুলো চামড়ার ফুটো ফুঁড়ে ছূটে চলে মন সিন্দুকটির সন্ধানে ধুলোগুলো অথচ জানেনা মন সে আমার নিয়ে গেছে অন্য কেউ ধুলোগুলোর সাথে তাই নির্ভৃতে এ ঘরে জড় জীবের সহবাস। ১১/০১/২০০৯ (রাত ৪:০০) ======================================= ধুলো ওড়ানো শব্দগুলোঃ ০১ ধুলো ওড়ানো শব্দগুলোঃ ০২ ধুলো ওড়ানো শব্দগুলোঃ ০৩ ধুলো ওড়ানো শব্দগুলোঃ০৪ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৫ ধুলো ওড়ানো শব্দগুলোঃ ০৬ ধুলো ওড়ানো শব্দগুলোঃ ০৭ ধুলো ওড়ানো শব্দগুলোঃ ০৮ ধুলো ওড়ানো শব্দগুলোঃ ০৯ ধুলো ওড়ানো শব্দগুলোঃ ১০ ধুলো ওড়ানো শব্দগুলোঃ ১১ ধুলো ওড়ানো শব্দগুলোঃ ১২ ধুলো ওড়ানো শব্দগুলোঃ১৩ ধুলো ওড়ানো শব্দগুলোঃ১৪ ধুলো ওড়ানো শব্দগুলোঃ ১৫

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।