আমাদের কথা খুঁজে নিন

   

কেন আমরা মানবতা বিরোধীদের ফাসি চাই?

যে বিশ্বাস নিয়ে একটা ছোট্ট শিশু হেসে ওঠে তাকে পরে ছুড়ে দেয়া হলে, তেমনি বিশ্বাস আমি করি তোমাকে। আমি জানি তুমি দুঃখ কখনও দেবেনা আমাকে। আগেই বলে নিচ্ছি, এটা একটা জরীপ করার চেষ্টা করছি। কোন ধরনের বাজে মন্তব্য আমি প্রত্যাশা করছি না। তবে যারা পড়ছেন সবার প্রতি অনুরোধ থাকল, এই ব্যপারে আপনার মতামত জানাবেন দয়া করে।

আমরা এই দেশের মানুষ মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছি। বিশ্বজিৎ এবং গার্মেন্টস শ্রমিক সহ আরো যারা মারা যাচ্ছে, তাদের অধিকার রক্ষার কথা বলছি। মানবাধিকার বলে সকলেরই বেচে থাকার অধিকার আছে (right to life)। যদি এই বেচে থাকার অধিকারকে স্বীকৃতি দেই, তাহলে কোন কোর্ট বা ট্রাইবুনাল কোন অপরাধীকে মৃত্যু দন্ড দিতে পারে না। তার অপরাধ যত বড়ই হোক না কেন।

তাহলে কি আমরা মানবতা বিরোধী অপরাধীদের এবং ধর্ষকদের কে মানুষের খাতা থেকে নাম কেটে দিচ্ছি”? আমরা কি চাই? দৃষ্টান্তমূলক শাস্তি? নাকি মানবাধিকার প্রতিষ্টা? যারা মানবাধিকার প্রতিষ্ঠার পক্ষে, তারা কি তাহলে মানবতা বিরোধী অপরাধীদের মৃত্যুদন্ডের শাস্তির বিপক্ষে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।