আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমি অনলাইন পেপার পড়ব না...



আমার এই ব্লগ টি পড়ে আপনারা বিরক্ত হতে পারেন,কিন্তু আমার কিছু লিখতে হবে। আমার কষ্ট টি জানাতে হবে। University বন্ধ হওয়ায় আমি দিনের অধিকাংশ সময় নেট এ থাকি। ব্লগ লিখি,চ্যাট করি,আর প্রতিটি বাংলা সংবাদ পএ পড়ি। কিন্ত আজ বিকাল হতে কনো পেপার পড়ি নি, কারণ আমাদের সোনার ছেলেরা জিম্বাবুয়ের সাথে ৩৮ রানে হারছে।

সব পেপারে বাংলাদেশ এর এই হার নিয়ে ওনেক বড় বড় হতাশা জনক লেখা থাকবে। এই গুলা পড়লে আমার মন অসম্ভব কারাপ হয়ে যায়। বাংলাদেশ এর এমন হার আমাকে খুব খুব খুব পীড়া দেয়। জিম্বাবুয়ে আমাদের থেকে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ। তাই তাদের বিপক্ষে হার আমাকে আরও কষ্ট দিবে।

আপনারা বলতে পারেন, হার , জিত তো খেলার অংশ। তাই বলে জিম্বাবুয়ে মত টিম এর সাথে এমন ভাবে হারবো? আমার ছোট ভাই টি সারাদিন বসে খেলা দেখলো , বাংলাদেশ জিতবে বলে!!!!! আজ আবার বঙ্গ বন্ধুর স্বদেশ প্রর্তাবর্তন দিবস......। আর লিখতে পারবো না, বাজে গালি দিবো মনে মনে....। আমার আর কিছু করার নাই। ম্যান অব দ্য ম্যাচ : এলটন চিগুম্বুরা কি আশরাফুলের চাইতে ভালো খেলোয়াড়?????????????????


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।