আমাদের কথা খুঁজে নিন

   

তপন বাগচীর ছড়া 'দেশের ভালো করতে'

কবিতা ও যোগাযোগ

দেশের ভালো করতে তপন বাগচী হাজার নেতার মধ্য থেকে যত্নে করে চয়ন যোগ্য ভেবে নেত্রী দিলেন প্রার্থী মনোনয়ন ঢাকায় এসে শপথ নিয়ে বসেন তারা সংসদে বসেই যদি চেয়ে বসেন, 'খরচাপাতির অংশ দে' সাধের গণতন্ত্র তবে উঠবে জেনো চরমে তখন বলুন নেত্রী কোথায় মুখ লুকোবেন শরমে? শপথ নিলেন দেশের নামে দেশের ভালো করতে দেশের ভালো হতেই হবে, হোক না কঠিন শর্তে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।