আমাদের কথা খুঁজে নিন

   

কথা যখন শিল্প (পর্ব ২)

মুক্ত আকাশ দেখব বলে বয়ে চলা। আকাশ কেন মুক্ত হয় না।

গুছিয়ে কথা বলতে না পারার পিছনে যে কারংগুলো উল্লেখ করা যায়..... পরিবার ও খেলার সাথী আন্চলিক পরিবেশ উদাসীনতা শিশুরা প্রথম কথা শিখে পরিবারে। পরিবারের মানুষগুলোর কথা বলার ধরন আকৃষ্ট করে তাকে। সেও সেভাবে গড়ে ওঠে।

পরিবারের আন্চলিকতা শিখে নেয় সে। আর এভাবেই বড় হয়ে অভ্যস্ত হয়ে ওঠে পারিবারিক ভাষায়, যেখানে আন্চলিকতার টান থাকে স্পষ্ট। বড় হয়ে আর পরিবর্তন করতে পারে না। আন্চলিক ভাষাটা মন্দ কিছু নয়। বরং জানা থাকা উচিৎ।

নিজের এলাকায় শুদ্ধ বাংলায় কথা বলাটা সমীচীন নয়। তাহলে আন্তরিকতা গড়ে ওঠে না সহজে। আমি আবৃত্তিকার শিমুল মুস্তফাকে জানি। তিনি যখন পরিবারে বা বন্ধুদের মাঝে, আন্চলিকতা তার কথনে স্পষ্ট। আবার যখন মন্চে দাঁড়ান- কি অপূর্ব তার বাংলা।

আমার দু'জন তার্কিক বন্ধু আছে। বিশ্ববিদ্যালয়ে এসেও কথনে এলাকার টান ছাড়তে পারেনি। কি চমৎকার যুক্তি উপস্হাপন করতে পারত, যুক্তিখন্ডনেও পটু, কথার পিঠে কথামালা তৈরীতে যাদের জুরি ছিল না। কিন্তু শুধুমাত্র কথনে এলাকার টান থাকায় বিতর্কে এগুতে পারেনি বেশীদূর। আবার অনেকে আছেন গুছিয়ে কথা বলার ব্যাপারে একটু উদাসীন।

কথার দ্বারা একটু যে আকর্ষনীয় করা যায় নিজেকে এটা ভাবেনই না অনেকে। কথা আর শিল্প হয়ে ওঠে না তাদের কাছে। প্রগ্গা লাবনী বা রূপা গাংগুলীর কথার যাদু শিল্পই বটে। কথনে আর একটু আধুনিক হতে হলে....... সুন্দর করে কথা বলার জন্য ছেলেদের ভরাট কন্ঠস্বরের অধিকারী আর মেয়েদের কোকিলাকন্ঠী হতে হবে এমন কোন কথা নেই। নিজের মনের ভিতরে চাহিদা তৈরী হতে হবে আগে।

আর মন যদি সায় দেয় সেক্ষেত্রে চর্চা থাকা চাই। চর্চা করার জন্য নিচের বিষয়গুলো বিবেচনায় আনা যায়........ ১। বাংলাদেশ বেতারে যে অনুষ্ঠাংগুলো হয় সেগুলো একটু মনযোগ দিয়ে শোনা যেতে পারে। উচ্চারন ঠিক রাখার জন্য বেতার সবচেয়ে ভাল মাধ্যম। ২।

টেলিভিশনের টকশো, সংবাদ পাঠ অনুষ্ঠাংগুলো খেয়াল করা যেতে পারে। ৩। বিতর্ক চর্চা করা যেতে পারে। ৪। আবৃত্তি সংগঠনের সাথে যুক্ত থাকা যেতে পারে।

গল্প দিয়ে যাত্রা করেছিলাম......কবিতা দিয়ে লেখা শেষ করতে চাই........ নীল আকাশের তাঁরা গুনা আর আকাশ ছোঁয়ার স্বপ্ন। সমুদ্রের বেলাভূমিতে তোমার নাম লেখা জোয়ারের জলে মুছিয়ে দেয়া.... হঠাৎ রাস্তায় থমকে দাঁড়ানো। .........আমার এ আয়োজন সব তোমার জন্য। তোমার শ্রুতিমধুর কথন আমায় কাছে টেনেছে, বুকের ভিতর নিঃশব্দে বলেছে-------- ভালবাসি। (ফরমাল অনুষ্ঠানের কথা ভেবে লেখা)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।