আমাদের কথা খুঁজে নিন

   

৫ সেপ্টেম্বর ২০০৫ এ লেখা দুটি

ডুবোজ্বর

০৫০৯০৫-৩ মা আমি শরীর হতে একটিকাঁটা তুলে ফেলেছি তুই এসে দেখ চিনিস কিনা এইকাঁটাভার বর্ণগন্ধহীনলাবণ্যসুরকোমলগান্ধার তোর জরায়ূতে বিঁধেছিলো নুন এর নাম অশ্রু চোখময় ফুটেছিলো এখন নেই সমুদ্রপ্রশান্তি নিয়ে গিয়েছে ডুবে চোখের ওপারে তোর চোখে এখনও বিঁধে আছে একই কণ্টক আমার নামে মা তুলে ফেল সমূল এবং সমূলে ছিন্ন হই নাড়িঅশ্রুরক্তসন্ধিহাহাকার চল যাই ছিন্ন হই রোদে পোড়া বাতাসে আবার --------------------------------------------------------------------- ০৫০৯০৫-৪ চঞ্চলতার গতি ধরে আমি শিকারিএস্রাজ বাজি একা খরারাত্রির শকটে এইগাড়ি বিন্দুহীনবৃত্তের রেখায় উন্মত্তঘূর্ণি অদেখা যাকিছু দৃশ্যমান একদা একটিঘুমের আড়ালে ঘুম দিগন্তের ওপারে রূপবতীফসলের মায়া জানি না চঞ্চলতা আর কীসে শিকার এখন শিকারিকে তাড়ায় কাঁচের জানলাসকল ভেঙে পড়ে নগ্নরাস্তায় প্রিয়তমকাক ডাকে আয় আয়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।