আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে অভিবাদন প্রিয়তমা

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব
তোমাকে অভিবাদন প্রিয়তমা! ভয় নেই এমন দিন এনে দেব দেখ সেনাবাহিনীর বন্দুক নয়, শুধু গোলাপের তোড়া হাতে কুচকাওয়াজ করবে তোমার সামনে, শুধু তোমাকেই তোমাকেই স্যালুট করবে তারা দিনরাত।। ভয় নেই এমন দিন এনে দেব বনবাদাড় ডিঙিয়ে, কাঁটাতার পেড়িয়ে, ব্যারিকেড পেরিয়ে, সাঁজোয়া গাড়ির ঝাঁক আসবে, বেহালা, গীটার, বাঁশি, হারমোনিকা নিয়ে শুধু তোমারি তোমারি দোড়গোড়ায়, প্রিয়তমা।। ভয় নেই এমন দিন এনে দেব বোমারু জঙ্গী যত বিমানের ঝাঁক থেকে বোমা নয়, গুলি নয়, চকলেট, টফি রাশি রাশি প্যারাটুপারের মত ঝড়বে ঝড়বে শুধু তোমারি তোমারি উঠোন জুড়ে প্রিয়তমা।। তোমাকে অভিবাদন প্রিয়তমা! ... আমার প্রিয় একটি গান
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.