আমাদের কথা খুঁজে নিন

   

৩ঘণ্টা হামলা বন্ধের প্রহসন এবং জাতিসংঘ-আমেরিকার রসিকতা

প্রিয়ংবদা

ফিলিস্তিনে এখন মানুষবধ হচ্ছে পাখির মতো। জাতিসংঘ আর সভ্য (!) দেশগুলোর উদাসীন আচরণে মানবতা ডুকরে কেঁদে কেঁদে এতক্ষণে চোখের পানিটুকুও নিঃশেষ করে ফেলেছে! গতকাল পর্যন্ত কমপক্ষে ৬৩১টি প্রাণবধের পর জাতিসংঘ আর আমেরিকা মুখ খুলেছে খুব সতর্কভাবে। ইসরাইলি হামলায় ফিলিস্তিনে জাতিসংঘ পরিচালিত এক স্কুলের ৪৮ শিশু নিহত হওয়ার পর জাতিসংঘ মহাসচিব এই হামলাকে "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন! গত ১২দিনে ইসরাইল যে পাশব তাণ্ডব চালিয়েছে তাকে কি কেবল "অগ্রহণযোগ্য" বলেই দায় শেষ করা যায়? তাও আবার জাতিসংঘের মহাসচিবের কাছ থেকে? আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইসের বক্তব্য শুনুন। গতকাল তিনি বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতির জন্যে হামাসকে নিরস্ত্র করতে হবে! কী জঘণ্য রকমের রসিকতা! এ ক'দিনে হামাসের হামলায় ইসরাইলি ৭ সৈন্য ও ৪ বেসামরিক লোক নিহত হয়েছে। অন্যদিকে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা কমপক্ষে ৬৩১! এই পরিসংখ্যানের পরও কি এমন রসিকতা করা যায়? এদিকে বিভিন্ন দেশের অব্যাহত চাপে গতকাল ইসরাইল ৩ ঘণ্টা হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে। এই সময় যাতে করে নিহত ফিলিস্তিনীদের দাফন করা যায় সেজন্যেই নাকি তাদের এই দয়া! হায় মানবতা! আমরা এ কি শুনছি! এ কী দেখছি!!!!!! (ছবিতে এক ফিলিস্তিনি শিশু আমেরিকার স্ট্যাচু অব লিবার্টিতে পেশাব করে দিয়ে আমেরিকার সভ্যতার প্রতি তার চরম ঘৃণা প্রকাশ করছে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।