আমাদের কথা খুঁজে নিন

   

শেষ হলো তত্ত্বাবধায়ক আমল

I realized it doesn't really matter whether I exist or not.

দুই-দুইটা বছর কাটলো তত্ত্বাবধায়ক সরকারের শাসনের মধ্য দিয়ে। যারা বিবিসি দেখেন বা বিবিসি'র খবর পড়েন, তারা হয়তো খেয়াল করেছেন যে বিবিসি Caretaker Government না বলে বলে Millitary-bakced Government। যদিও বাংলাদেশে এটা একটা ওপেন সিক্রেট (সবাই জানে কিন্তু কেউ মুখে বলেনা)। যাই হোক, এক নজর দেখে নেয়া যাক ইতিহাসের স্মরণীয় তত্ত্বাবধায়ক আমল ২০০৬-২০০৮। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেয় দেশের ভয়াবহ একটি মুহুর্তে যখন বোমাবাজি, সন্ত্রাস ও হত্যাযজ্ঞে দেশ চরমে উঠেছিল।

প্রথমে মাননীয় রাষ্ট্রপতি নিজেই প্রধান উপদেষ্টারূপে শপথ নেন। পরবর্তীতে রাষ্ট্রপতি নিজেই প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার বিষয়টা যখন তুমুলভাবে সমালোচিত হয়, তখন ড. ইয়াজউদ্দিন আহমেদের বোধদয় হয় এবং তিনি ক্ষমতা হস্তান্তর করেন ড. ফখরুদ্দীন আহমেদকে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দিয়ে নতুন এক তত্ত্বাবধায়ক সরকারের। ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বে নতুন সরকারের মাধ্যমে দেশে শুরু হয় ইতিহাসের ব্যতিক্রমী এক নাটক। দেশের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাড়ি থেকে উদ্ধার করা হয় টাকা ভর্তি বস্তা, কাঁথা, বালিশ, তোষক ইত্যাদি। নাটকীয়ভাবে বেরিয়ে আসতে শুরু করে তাদের দুর্নীতির লোমহর্ষক সব ইতিহাস।

দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলগুলো সংবাদ প্রকাশের পূর্ণ স্বাধীনতা পেয়ে সব সত্য আপামর জনসাধারণের কাছে তুলে ধরে। আর এরই মাধ্যমে সবশ্রেণীর জনসাধারণ হয়ে উঠে সচেতন। মূলত দুই বছরের শাসনামলে গণমাধ্যমগুলো পালন করে সবচাইতে বড় দায়িত্বপূর্ণ ভূমিকা। রাজনৈতিক চাল ছাড়াও ফখরুদ্দীন সাহেবকে তার শাসনামলে আসমানী মুসিবতের মধ্যেও পড়তে হয় । প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর, দুই-দুইবার ভয়াবহ বন্যা, চট্টগ্রামে পাহাড়ধ্বস ইত্যাদি আসমানী ঝামেলাও পোহাতে হয় সাবেক তত্ত্বাবধায়ক সরকারকে।

গতকাল রাতে শেষ হলো তত্ত্বাবধায়ক আমল। শেখ হাসিনা নিজের আসন থেকে উঠে রাষ্ট্রপতির দিকে শান্তভাবে ধীর পদক্ষেপে হেঁটে গেলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে। আর শপথ গ্রহণ ও স্বাক্ষর শেষে নিজ আসনে ফিরে গেলেন বাংলাদেশের সক্রিয় প্রধানমন্ত্রী হিসেবে। তখন উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান জানালেন দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করা মুজিব-কন্যা শেখ হাসিনাকে। বরারের মতই বিটিভি ইতিমধ্যেই শেখ হাসিনার হয়ে গেছে।

আসলে বিটিভি একটা অসহায় চ্যানেল। যখন যার হাতে ক্ষমতা থাকে, তখন তার পক্ষেই সাফাই গাইতে হয়। বেচারা বিটিভি। গতকাল রাত থেকেই "ভিশন ২০২১ ডিজিটাল বাংলাদেশ : দিনবদলের সনদ" কথাটি স্টিকি রাখা হয়েছে বিটিভির পর্দায়। অবশ্য আজকের দিনে "বদল" হওয়া তেমন কিছু দেখলাম না।

সকালে উত্তর আকাশে তাকিয়ে ছিলাম সূর্যের আশায়। কই, সূর্য তো পূর্বেই উঠলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।