আমাদের কথা খুঁজে নিন

   

কেমন হলো আমাদের নতুন সরকার ?? " নতুন সরকারে নতুন নতুন মুখ: আমাদের নতুন স্বপ্ন দেখায় "

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

দীর্ঘদিন পর দেশে একটি নির্বাচিত সরকার শপথ গ্রহণ করল আজ । যদি এই নির্বাচন এবং সেই নির্বাচনে নির্বাচিত সরকারের ক্ষমতা গ্রহণের কথা ছিল ২০০৬ সালের শেষে । কিন্তু দীর্ঘ দুই বছর অপেক্ষার পর সেই নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করল আজ ।

উল্লেখ্য যে স্বাধীনতার পর সবচেয়ে বেশী আসনে জয়ী হয়ে নতুন সরকার ক্ষমতা নিল । সেই নতুন সরকারের নির্বাচনের ফলাফল থেকে শুরু করে সরকার গঠনের দিন পর্যন্ত নানারকম চমক উপহার দিলো । নির্বাচনে এমন জয় যেমন অভূতপূর্ব ঠিক তেমনি ক্ষমতার রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটল নতুন সরকারের দায়িত্ব বন্টনের মধ্য দিয়ে । রাজনীতির মাঠে বয়স অভিজ্ঞতা আর ক্ষমতায় পরিপক্ক নেতাদের বাদ দিয়ে একেবারে তরুন এবং নতুন নতুন মুখের সমাহার অনেকটা মানুষকে চমকে দিলো । কেননা দেশের রাজনীতির ধারবাহিকতায় এমন ছেদ মানুষ আশা করেনি ।

মাইনাস টু ফর্মুলার নামে আমাদের রাজনৈতিক দলগুলোর মাঝে কিছু ক্ষমতালোভী নেতারা যে ষড়যন্ত্রে মেতে উঠেছিল তার আতুর ঘরেই মৃত্যু ঘটেছে বেশ আগে । সেই সংষ্কারের নামে গুটিবাজ বুড়ো ভাম নেতাদের জন্য একটা প্রয়োজনীয় শিক্ষা হলো আজকের নতুন সরকারের মন্ত্রীসভা । তবে শুধু তাই নয় যাদের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের সামান্যতম অভিযোগ আছে তারা কেউই এই নতুন মন্তী পরিষদে স্থান পায় নি । তুলনামুলকভাবে অনেকটা পরিশুদ্ধ মন্তীসভার লক্ষে এই সব নবীন এবং অভিযোগহীন নেতাদের স্থান করে দেয়া হয়েছে । নির্বাচনের আগ থেকে আওয়ামী লীগ যে নির্বাচনের ইস্তেহার ঘোষণা করেছে তা জনগনকে আবার আশাবাদী করে তুলেছে ।

এখন পর্যন্ত যে বলিষ্ঠ ভাবে নতুন সরকারের আগামীর কাজকর্ম নিয়ে উচ্চারণ হচ্ছে তা আমাদের আবার সাহাসী করে তুলছে । আর দেশের প্রধানমন্তী শেখ হাসিনা যে প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছে তাতে অবশ্যই দিনবদল সম্ভব । তার জন্য প্রয়োজন তার মন্তী পরিষদের সততা এবং নিষ্ঠা । যোগত্যা কিংবা অভিজ্ঞতার ভিত্তিতে বলা যায় বর্তমানে ক্ষমতা নেয়া মন্তী পরিষদ একবারেই নবীন । কিন্তু এই মন্ত্রী পরিষদের সদস্যরা যদি সামান্য কমিটমেন্ট নিয়ে এগিয়ে যায় তবে অবশ্যই "দিন বদল" সম্ভব ।

তার জন্য চাই স্রেফ সততা আর দায়িত্বের প্রতি একাগ্রতা । তাদের সেই গুণগুলোই অভিজ্ঞতার ভান্ডারকে ঋদ্ধ করবে । এই সরকারের গৃহীত নির্বাচনের ইশতেহার যদি ৬০ শতাংম কার্যকর হয় তবে আমরা আশাবাদী হতেই পারি । কিন্তু মনে রাখা প্রয়োজন একজন প্রধানমন্তী আর তার ৩২ জন সওয়ার কোনভাবেই দিন বদল করতে পারবে না । দিন বদলাতে চাইলে সেই মন্তী পরিষদের কাছে আমাদের যে নিষ্ঠা আর সততা প্রয়োজন তার সামান্য হলেও প্রত্যেক মানুষের মাঝে থাকতে হবে ।

জনগনেরও মাঝে সততা আর নিষ্ঠা না থাকলে বদলে যাওয়ার স্বপ্নই বদলে যাবে । হয়তো দিন বদলের স্বপ্ন বিগত সরকারের মতন দিনকে রাতই করতে পারবে, বদলাতে পারবে না ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.