আমাদের কথা খুঁজে নিন

   

আর কিছুক্ষণের মধ্যে মন্ত্রিসভা রহস্য ভেদ হবে : টান টান উত্তেজনার মধ্যে জাতি

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

নেতাদের হার্টবিট বাড়ছে। ইলেট্রনিক ও অনলাইন মিডিয়াগুলোতে ইতিমধ্যেই অনেক নাম চলে এসেছে। বোঝা যাচ্ছে, জাতির সামনে রহস্য ধীরে ধীরে খুলতে শুরু করেছে। মন্ত্রিসভার রহস্য পুরোটা ভেদ করতে হলে অবশ্যই টিভির সামনে বসুন।

দেখুন লাইভ। একটুও চোখ সরাবেন না। আপনি হয়তো মিস করতে পারেন যে কোনো মন্ত্রী-উপ বা প্রতিমন্ত্রীকে। ........................................ মন্ত্রিসভার যা খবর পাইতেছি তাতে এক কথায় আমি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভক্ত হয়া গেছি। প্রথম প্রেস কনফারেন্স টিভিতে লাইভ দেখতে দেখতে বুঝছিলাম।

আগের শেখ হাসিনা আর এবারের শেখ হাসিনার মধ্যে বিস্তর পার্থক্য তৈরি হইছে। এবারের শেখ হাসিনা মানে পোড়খাওয়া, ম্যাচিউর এক নেতা। স্মার্ট, সাবলীল এক রাষ্ট্রনেতা। গত কয়েকদিনে তার সংযম, স্থৈর্য আর প্রতিজ্ঞা দেখে বুঝলাম নতুন একটা কিছু শুরু হয়েছে। ................................. মন্ত্রিসভার যে ছবি চোখের সামনে ভাসছে তাতে দেখতে পাচ্ছি, বিতর্কিত নেতারা নাই।

দুর্নীতিবাজরা নাই। বেশ। তারুণ্য বেশ আছে। ................................. সংস্কার বাংলাদেশকে অনেক কিছু দিলেও সংস্কারপন্থীদের কিছু দিতে পারে নাই। তারা নিজেরাই সংস্কার হয়ে গেলেন।

এটাও ভাল। ................................... গত কয়দিনে আওয়ামী লীগের নামে অনেক সন্ত্রাস হয়েছে। আওয়ামী লীগ ক্ষমার রাজনীতির কথা বলেও কিছুটা কনফিউশন প্রকাশ করেছিল। বলেছিল, জানি প্রতিহিংসার আগুন সবার মনে জ্বলজ্বল করছে। তারপরও ধৈর্য ধারণ করতে হবে।

নেতাকর্মীরা জ্বালাও পোড়াও করবে কি করবে না এইটা নিয়া কনফিউজড ছিল। ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে জ্বালাও পোড়াওয়ের বদলে মামলার দিকে যাইতে চায় আওয়ামী লীগ। এইটাও শুভ লক্ষণ। ............................... বাংলাদেশের আমলাতন্ত্র শক্তিশালী। ফলে, মন্ত্রীরা নতুন হইলেও কিছু দিনের মধ্যে দক্ষতা অর্জন করতে পারবেন।

আখেরে ফল ভাল হবে। .......................... তবে একটা রিস্ক আছে। এই বিপ্লবী মন্ত্রিসভা গঠনের ফল হিসাবে আওয়ামী লীগের ভেতরে এন্টি-আওয়ামী লীগ তৈরি হইতে পারে। তৈরি হইতে পারে পার্টি উইদিন পার্টি। এই সংস্কারের আবশ্যিক ধারাবাহিকতা হিসাবে সেই পার্টিকেও দমন করতে হবে শেখ হাসিনাকে।

........................ পরিবারবাদ থেকে বেরিয়ে আসার জন্য শেখ হাসিনা আগাম ধন্যবাদ দিয়ে রাখা যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।