আমাদের কথা খুঁজে নিন

   

cnn,bbc,abc সহ সব মিডিয়ার এই অবস্হা কেন??

কোথায় পাব শান্তি,তাই খুজেঁ বেড়াই।
মিডিয়া দেইখা পাবলিক নাচে। বিবেক বুদ্বি সব মনে হয় বন্ধক দিয়ে দিল মিডিয়ার কাছে। অনেক ফোরামে ঢু মারলাম। আমেরিকানদের একটাই কথা ৯/১১ এর দিন ফিলিস্তিনিরা টুইন টাওয়ার ধংসের সময় আকাশে গুলি ছুড়ে আনন্দ প্রকাশ করে।

তাই ফিলিস্তিনিরা মরলে আমাদের চিন্তার কোন কারন নাই। এই সি এন এন চ্যানেল টিভিটা ইহুদীদের দ্বারা পরিচালিত। ৯/১১ এর দিন আকাশে গুলি ছুড়ে আনন্দ প্রকাশ করা ফিলিস্তিনিদের ঐ ফুটেজটা ছিল ২০০১ এর ও আগের। ঐটা দেখে যেন কেউ ফিলিস্তিনিদের সবাই নিষ্ঠুর মনে করে ও তাদের হত্যা করলে যেন সবাই সাপোর্ট দেয় এই জন্য। অনেক পরে সি এন এন ঐটা স্বীকার করেছে,যে ঐ ফুটেজটা অনেক পুরোনো ছিল।

কিন্তু কি হবে যা হওয়ার তাতো হয়ে গেছে। আমেরিকানরা এখোনো ফিলিস্তিনিদের লাশের বহর দেইখা ঐ ক্থাটাই বলে। বলে কোন সহানুভূতি নেই ওদের জন্য। আর সিএনএন দেইখা তো মনে হচ্ছে এইটা ইসরাইলি মিলিটারির মুখপাত্র। আমাদের দেশের মিডিয়া ও ওদেরটা ধার কইরা নিউজ দেয়।

সব দোষ হামাসের। হামাস রকেট মারে। সব মিডিয়ার একই কথা। কিন্তু কেউ কেউই একবার ও বলেনা কেন রকেট মারে।
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।