আমাদের কথা খুঁজে নিন

   

দুই ব্লগারের জন্মদিনে শুভেচ্ছা : শুভ জন্মদিন 'রাতের বৃষ্টির শব্দ' এবং শুভ জন্মদিন 'সুমাইয়াশফিক'

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

৬ জানুয়ারি। দুইজন ব্লগারের জন্মদিন। একজন ব্লগার রাতের বৃষ্টির শব্দ । অন্যজন মাত্র ১০ বছর বয়সে ব্লগিং শুরু করা সুমাইয়াশফিক । জন্মদিনের শুভেচ্ছা দুইজনকেই।

১. জনতার মুখে ফুটুক বিদ্যুতবানী মানুষের জীবনের ঢের গল্প....... । আচ্ছা এতো গল্পের কথা না বলে প্রোফাইলে লেখা কথাগুলো তুলে দেই বরংচ। ব্লগার রাতের বৃষ্টির শব্দ তার প্রোফাইলে লিখেছে- "আমি তোমার বাংলাদেশের মেয়ে। সৃষ্টিকর্তা পুরো সময় দেন নি আমাকে মানুষ ক'রে গড়তে। রেখেছেন আধাআধি করে।

অন্তরে বাহিরে মিল হয় নি সেকালে আর আজকের কালে মিল হয় নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয় নি শক্তিতে আর ইচ্ছায় ডানা দেয় নি বিধাতা তোমার গান দিয়েছে আমার স্বপ্নে ঝোড়ো আকাশে উড়ো প্রানের পাগলামি। দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত ক'রে ফেলি নেই এমন বুকের পাটা কাদতে শুধু জানি। " জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রাতের বৃষ্টির শব্দ। (বগুড়া থেকে ফোনকল করে ব্লগার রাতের বৃষ্টির শব্দ এর জন্মদিনের বিষয়টি মনে করিয়ে দিয়েছেন সহব্লগার শেরিফ আল সায়ার। ধন্যবাদ তাকে।

) ২. সর্বকনিষ্ট ব্লগার সুমাইয়াশফিকের প্রথম দিককার একটা পোস্ট ছিল এই শিরোনামে-"আমার প্রথম আনন্দ আজ আমি ১০ বছর বয়সের ব্লগার। " কমচেয়ে ব্লগিং শুরু করতে পেরেছ সে। গত ৫ মাস ২ সপ্তাহে সে ৯ টি পোস্ট করেছে। আমরা অনেকেই যখন থাকবো না তখনো এই সুমাইয়াশফিকরা লিখে যাবে ব্লগে। নতুন প্রজন্মের এই ব্লগারদের দেখে বাংলা ব্লগের প্রসারের বিষয়ে আশান্বিত হই।

ব্লগিং সুমাইয়াশফিকের জন্য আনন্দের হোক। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা সুমাইয়াশফিক। (গত ৩ জানুয়ারি ব্লগার শফিকুল ভাইয়ের সাথে দেখা হয়। তখন মেয়ের জন্মদিন নিয়ে তার উচ্ছ্বাস দেখে মুগ্ধ হয়েছিলাম। এই উচ্ছ্বাসটা আমাকে অনুপ্রাণিত করলো সুমাইয়াশফিকের জন্মদিনে পোস্ট দিয়ে শুভেচ্ছা জানাতে।

ধন্যবাদ সহব্লগার শফিকুল। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।