আমাদের কথা খুঁজে নিন

   

পূরণ করা গণস্বাক্ষর ফর্ম পাঠানের ঠিকানা বদল:

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

বাংলাদেশের ব্লগার কমিউনিটির উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচীতে আরো অনেক ব্লগ/সাইট/ফোরাম অংশ নেবার আগ্রহ ব্যক্ত করছেন। যেই কারনে কোন একটা ব্লগের এড্রেস ব্যবহার না কইরা একটা পোস্ট বক্স ব্যবহারের করার সিদ্ধান্তরেই অধিক যুক্তিযুক্ত মনে হইতেছে। বাংলা ভাষার ব্লগার কমিউনিটির পরবর্তী যে কোন কার্যক্রমে এই পোস্ট বক্স ব্যবহৃত হইতে পারবো। তবে সরকারী জটিলতায় পোস্ট বক্স পাওয়া মহা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, আমলাতন্ত্রের বেড়াজালে পরনের সম্ভাবনা থাকবো আমাগো এই কার্য্যক্রম, এর জন্য কয়েকদিন অপেক্ষা করতে হইতে পারে আমাদের বন্ধুদের। ব্লগার কমিউনিটির নামে পোস্ট বক্স করতে হইলে এই নামে একটা সংগঠনের রেজিস্ট্রেশন করতে হবে।

আর ব্যক্তিগত নামে হইলে তারও অনেক ঝামেলা। বাড়ী/বাসার বিলপত্র, যার নামে হইবো তার ছবি, ন্যাশনাল আইডিকার্ড ইত্যাদি জমা দেওনের নিয়ম আছে। তারপর ইন্ভেস্টিগেশন...উপরি বন্টন। যদিও সরকারী ফিস'টা বেশ রিজনেবল, এক বৎসরের লেইগা পাঁচশ টাকা। আপাততঃ আমরা পোস্ট বক্সটা ব্যক্তির নামেই করতে ইচ্ছুক।

যাতে ঝামেলা অনেক হইলেও হাতের কাছে কাগজপত্র আলা মানুষ নিদেন পক্ষে ৩ জন আছে, যারা এই পোস্ট বক্স প্রক্রিয়ায় আবেদন করতে রাজী আছেন। আপনাদের মতামতও প্রত্যাশা করতেছি আজকে রাত ১২টার মধ্যে, কারন আমাগো দ্রুত আগাইতে হইবো... এই অবস্থায় স্বল্প কালীন সময়ের লেইগা ডাক ও বাহক উভয় প্রকারের ফর্ম পাঠাবার লেইগা কিংবদন্তী, শোরুম নং ১২৭, দোতালা, আজিজ সুপার মার্কেট-১০০০ এই ঠিকানা ব্যবহার করার জন্য আমাগো সহব্লগার রাহা সম্মতি দিছেন। পোস্ট বক্স চালু না হওয়া পর্যন্ত আমরা এই ঠিকানা ব্যবহার করুম। নতুন ফর্ম স্বাক্ষরকৃত ফর্ম আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে উপরের ঠিকানায় পৌছাইতে হইবো। এই লক্ষ্যে যারা দূরবর্তী এলাকা থেইকা পাঠাইবেন তাদের পোস্টাল সার্ভিসের সময়সীমা মাথায় রাখতে হইবো।

সকলে ভালো থাকবেন। দেখা হবে মিছিলে...কথা হবে শ্লোগানে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।