আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেট বচন-১

গণতন্ত্র হল এমন এক অস্তিত্বহীন মদ, যাতে সবাই মাতাল, কিন্তু কেউ কখনো পান করে নি।
১. পন্ঞাশের দশকে আমরা শিখতে গিয়েছিলাম, এখন আমরা শেখাতে যাচ্ছি। --এরিক উইলিয়ামস (১৯১১-১৯৮১) ১৯৬২ সালে ওয়েস্ট ইন্ডিজ কৃকেট দলের ইংল্যান্ড সফরের আগে ত্রিনিদাদ ও টোবাগোর তৎকালীন প্রধান মন্ত্রী এরিক উইলিয়ামস একথা বলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ এক দশকের মধ্যেই ছাত্র হতে শিক্ষকে পরিণত হয়েছিল। আর আমরা এত বছরেও প্রাথমিক বিদ্যালয় ছাড়াতে পারলাম না।

২. কৃকেট একটি খেলার চেয়েও বেশি। এটি একটি প্রতিষ্ঠান। --থমাস হিউজ (১৮২২-১৮৯৬) বৃটিশ লেখক ৩. কৃকেট হল এই পৃথিবীর বুকে স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি। নিশ্চিৎ ভাবে এটি যৌনতার চেয়ে উত্তম, যদিও এদুটোর মধ্যে যৌনতাও খারাপ নয়। --হ্যারল্ড পিন্টার (১৯৩০-২০০৮) বৃটিশ নাট্যকার The Observer (London) ৪. অনেক ইউরোপীয় (মূল ভুখন্ডের) ভাবে যে জীবন একটি খেলা।

আর ইংরেজরা ভাবে কৃকেট একটি খেলা। --জর্জ মাইকস (১৯১২-১৯৮৭) হাঙ্গেরীয়ান বংশদ্ভুত বৃটিশ লেখক ও হাস্যরসিক ৫. আমি উইকেটে রক্ত দেখতে চাই। --জেফ থমসন (অস্ট্রেলীয়া) শোয়েব আখতারের আগে সবচে’ দ্রুতগতিতে বল করার রেকর্ডটি তার ছিল। তিনি খুব আগ্রাসী বোলার ছিলেন। ৬. তারা আমার ব্যাটিং দেখতে এসেছে তোমার বোলিং নয়।

--ডাব্লিউ. জি. গ্রেস (১৮৪৮-১৯১৫, ইংল্যান্ড) তিনি এক খেলায় প্রথম বলে বোল্ড আউট হয়ে গেলে মাঠ ছাড়তে চান নি, তার পর স্টেডিয়াম ভর্তি দর্শকদের দেখিয়ে বোলারকে একথা বলেছিলেন। ৭. এক দিনের কৃকেট ফাস্ট ফুডের মত, কেউ রান্না করতে চায় না। --ভিভ রিচার্ডস, ওয়েস্ট ইন্ডিয়ান কৃকেটার। টোয়েন্টি-২০ সমন্ধে তার মন্তব্যটি জানার খুব সাধ জাগে, আমার মনে হয় উনি বলবেন এটা চুইংগামের মত। ৮. নারীরা কৃকেট খেলে অদ্ভুত ভাবে।

ঠিক যেমন পুরুষরা সোয়েটার বুনে। --লেন হাটন, কৃকেটার ৯. তুমি তোমার স্ত্রীকে কিভাবে বলবে যে, তুমি জাস্ট একটি কৃকেট ম্যাচ খেলতে গিয়েছ আর পাঁচ দিনের মধ্যে ফের নি? --রাফায়েল বেনিটেজ ফুটবল কোচ, টেস্ট ক্রিকেট সমন্ধে বলতে গিয়ে। ১০. এক প্রয়াত ইংরেজ কৃকেটারের এপিটাফ- “বল করেছি, ব্যাট করেছি, ক্যাচ ধরেছি কত! জীবনটা আসলে ঠিক কৃকেট ম্যাচের মত- যতই তুমি আগলে খেল কথাটি নয় ভোলার, উইকেট তোমার ভাঙবে ঠিকই মৃত্যূ নামের বোলার। ”
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.