আমাদের কথা খুঁজে নিন

   

মাইয়ারা ফোনে ডিসটাব করতাছে কি করতাম পাই ????? আইতো শ্যাস

যে কোন প্রয়োজনে স্বরণ কইরেন: hopelessduniya@yahoo.com এই আইডি তে..এড কইরেন...

কি আর কমু ভাবতে আর ঈদ ঈদ লাগেনা..... বহু কষ্টে বাঁচি আছি..... ভালো থাকমু আর ক্যামনে আছিতো থেরেট এর উপর..... তাওফির.................................................... .........................................মাইয়াগো.......... কি করমু আমার কি দোষ কন ফোন কইরা খালি থেরেট দেয়। এই তো পরশু দিনের কথাই কই............................... রাত ৩টার দিকে কল আসলো তখন সবে মাত্র ব্লগ থাকি উঠি ঘুমাইতে গেছি আর ঘুম আসছে। যাই হোক কল রিসিভ করলাম। শুনি মাইয়ার গলা................. আমি: যথারীতি সালাম দিলাম কইলাম কে বলছেন ? কলদাতা :বললো যার বলার দরকার সে বলছি। আমি: আপনি কে তা আগে কন আপনারে চিনতাছিনা আপনার নাম বলেন।

কলদাতা : বলে এত রাতে মোবাইল খোলা ক্যান আমি: আরি বাবা আমার মোবাইল আমি কিনছি নিজের টাকা দিয়া, তাতে নিজে ব্যালেন্স ভরাইছি আবার চার্জ ও দিছি আমার মোবাইল আমি ক্যান খোলা রাখছি বা খোলা রাখমু তা আপনার সমস্যা কি ? কলদাতা : সমস্যা তো আছে ভালো মানুষের মোবাইল রাইতে বন্ধ থাকে। আমি: তা আপনার মোবাইল খোলা ক্যান ? কলদাতা : আমি আপনাকে কল দিতেই মোবাইল খোলা রাখছি। আমি: কেন আমারে ফোন দিতে খোলা রাখছেন ক্যান ? কলদাতা : কারণ আপনার মোবাইল রাতে ওয়েটিং থাকে। আমি: আজিব সমস্যা আমার মোবাইল ওয়েটিং থাকে তাতে আপনার কি ? কলদাতা : সমস্যা আছে রাতে ভালো মানুষ মোবাইলে কথা বলে না। আমি: ঠিক আছে আমি খারাপ মানুষ আমার মোবাইল খোলা থাকে এবং থাকবে আপনার কোন সমস্যা আছে ? কলদাতা : আছে বলিই তো বলতাছি।

ফোন অফ কর আর ঘুমায় যা। যদি তোর ফোন রাইতে আর খোলা পাইচি তো তুই মরছিস। এই কথা শুনি তো আমি নিজেউ বোকাচোদা হইয়া গেছি তারে কি আর কমু ?? কলদাতা আবার কয়। শোন এর কোন দিন যেন তোর রাত ১২টার পর মোবাইল খোলা না দেখি। আমি : আ আপনে যে কল করচেন আর কথা কইতাচেন তাতে সমস্যা হইতাছেনা ? কলদাতা : না আমার সাথে কথা বললে সমস্যা নাই কিন্তু আর কারো সাথে কথা বলবি না।

কলদাতা :...................................কলদাতা :................কলদাতা :.......... .............................................যাই ঞোক এটা একটা নাম্বার বা একটা মাইয়া না বঞু নাম্বার থাইকায় সারাদির ডিসটাব করে আর নানান থেরেট দেয় নানান মাইয়া । সারা জীবন দেখলাম মাগোরে পোলারা ডিসটাব করে কিন্তু এটা কোন জামানা আইলো ভাই মাইয়ারা ডিসটাব করতাছে। আমার তো জান যায় যায় দসা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।