আমাদের কথা খুঁজে নিন

   

হাত বাড়ালেই অন্যরকম হাত

দিন শেষে আমার একলা পাখি

শহরে যখন নেমেছিল রাত তখনো নিরব দুটি হাত ছিল পাশে, তুমি হাত বাড়ালেই সরব হতো এই দুটি হাত। যখন শীতের হাওয়ায় কেপেছে শরীর তখনো নিথর দুটি হাত ছিল পাশে। তুমি হাত বাড়ালেই উষ্ণতা পেতো এই দুটি হাত। যখন নরম বালিশে পেতেছ মাথা তখনো অবশ দুটি হাত ছিল পাশে। তুমি হাত বাড়ালেই চঞ্চল হতো এই দুটি হাত। ঘরের ভেতরে যখন ভীষন একা তখনো গুটানো দুটি হাত ছিল পাশে, তুমি হাত বাড়ালেই কর্মঠ হতো এই দুটি হাত। তখনো তোমার দুচোখ হয়নি লাল সদা প্রস্তুত দুটি হাত ছিল পাশে, তুমি হাত বাড়ালেই যুদ্ধে নামতো এই দুটি হাত। তুমি হাত বাড়ালেই অন্যরকম হতো সারা রাত, তুমি হাত বাড়ালেই অন্যরকম হতো দুটি হাত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।