আমাদের কথা খুঁজে নিন

   

চলে গেল আরেকটি বছর!

আমি অতি সাধারন। বেচে থাকার মত মহৎ কাজটি করে যাচ্ছি। এক প্রাইভেট ভার্সিটির বিবিএ শেষ করলাম। এরপর কি করবো জানি না!কমেন্ট করতে ভাল লাগে।

গতবছরটা আমার খুব একটা ভালো কাটে নি।

নানা ধরনের বিষয় নিয়ে হতাশা বিযন্নতা কষ্ট নিয়ে চলে গেলো বছরটা। তবুও অন্যসবার চেয়ে খারাপ দিন কাটে না আমার। বরং বলা যায় স্বাছন্দেই দিন কাটে আমার। তবুও আমার মনে হয় মানুষ নিজের ব্যাপারে খুব স্বার্থপর!নিজের ভালো থাকা দেখে না দেখে নিজের কষ্টগুলো। আমিও এভাবে ভাবতে ভালো বাসি আহারে শান্ত তুমি কত কস্টে আছো?কিন্তু যখন ভালো করে ভাবি তখন মনে হয় খুব তো খারাপ নেই আমি তবুও এই ভালো ভাবনাতো আর সারাদিন কাজ করে না! তবুও এই বছরে আমার বিষন্নতার মাঝেও অনেক প্রাপ্তি আছে ১/নিজেকে প্রচুর সময় দি্য়েছি অনেক নিজেকে নিয়ে ভেবেছি নিজের ভালো লাগা মন্দ লাগা নিয়ে অনেক সময় নিয়ে চিন্তা করেছি!যা খুব কাজ দিয়েছে নিজেকে চিনতে ২/অনেক বই পড়েছি নানা ধরনের বই বিশেষ করে প্র্রবন্ধ টাইপের বই যেমন আহমেদ শরীফ,সিরাজুল ইসলাম চৌধুরী,আনু মুহম্মদ,আহমেদ ছফা প্র্রভৃত লেখকের যেগুলা আমার চিন্তা চেতনা ও বোধের জায়গাকে শানিত করেছে।

এছাড়া নানা ধরনের ম্যাগাজিন বিশেষ করে লিটল ম্যাগ পড়া হয়েছে। ৩/নিজের যেটা ভালো লেগেছে সেটাই করেছি ৪/টেলিভিশনে প্রচুর টক শো দেখেছি যা আমাকে নানা ধরনের লোকের চিন্তা জানতে সাহায্য করেছে। আর হতাশা নিরাশার জায়গাও বহু। সেগুলো বলতে চাই!তার চেয়ে গান শুনেন। এই গানটা কলকাতার ব্যান্ড ফসিলসের।

আগে একবার শুনছিলাম টিভিতে অত ভালোলাগে নাই কিন্তু এখন মনে হয় আমার মনের কথাগুলোই গানে আছে! Click This Link আরেকটা গান এটাও কলকাতার আরেকটা ব্যান্ডের!গানটা দারুন লাগে কেমন জানি একটা চেতনা আছে গানটাতে!কিছু জীবনের কথা http://www.youtube.com/watch?v=8FZGVT1Xyjo আরেকটা গান দেই ওয়ারফেজের লাইভ গান। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।