আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুক - ৮ : পানি গরম



একজন গণিতজ্ঞকে তাঁর স্ত্রী জিজ্ঞেস করলেন, আচ্ছা বলতো, তোমাকে যদি একটা কেটলি আর দেশলাই দেওয়া হয়, আর বলা হয় ঘরে গ্যাসের স্টোভ আছে আর কলে পানি আছে । কিভাবে তুমি পানি গরম করবে? অত্যন্ত সহজ, গণিতজ্ঞ স্বামী বললেন । প্রথমে কেটলিতে পানি ভরব । তারপর দেশলাই জ্বালিয়ে গ্যাসের স্টোভটা চালাবো । তারপর কেটলিটা স্টোভের উপর বসিয়ে পানি গরম করব ।

বাঃ স্ত্রী বললেন । এবার ধর তোমায় একটা পানিভর্তি কেটলি দেওয়া হল আর একটা দেশলাই আর গ্যাসের স্টোভ । এবার কি করে পানি গরম করবে । খুবই সোজা, গণিতজ্ঞ বললেন । প্রথমে কেটলি থেকে পানিটা ফেলে দিবো ।

এবার সমস্যাটা ঠিক আগের মতো হয়ে গেল, সেটার সমাধান আগেই করেছি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।