আমাদের কথা খুঁজে নিন

   

‘কেউ অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসতে পারবে না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আর কেউ অগণতান্ত্রিক ও অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসতে পারবে না। তিনি বলেন, অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আসার পথ বন্ধ হয়ে গেছে।
আজ মঙ্গলবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগে পদ্মা পুনর্বাসন কেন্দ্রের মাঠে এক জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। অগণতান্ত্রিক পন্থায় কেউ যাতে ক্ষমতায় আসতে না পারে, সে জন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
পদ্মা সেতু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে হবে।
বিরোধীদলীয় নেতা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি কিসের জোরে আলটিমেটাম দিয়েছিলেন?’
এর আগে প্রধানমন্ত্রী নৌযান উদ্ধারে ২৫০ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন ‘নির্ভীক’ ও ‘প্রত্যয়’ নামে দুটি উদ্ধারকারী জাহাজ, সিরাজদিখান-সাপেরচর সড়কে নির্মিত সেতু, সদর উপজেলার বজ্রযোগিনী এলাকায় অতীশ দীপঙ্করের জন্মভিটায় আবিষ্কৃত বিক্রমপুর বৌদ্ধবিহার এবং শ্রীনগরের বালাশুরে যদুনাথ রায়ের বাড়িতে নির্মিত বিক্রমপুর জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।