আমাদের কথা খুঁজে নিন

   

যে দিন তোমরা আমার প্রশংসা শুনবে........

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

২০০৮ এর ২৯শে ডিসেম্বরের সংসদীয় নির্বাচনে মহাজোট তথা আলীগের মহা বিজয়ে ভারত ও তাদের গণ মাধ্যম প্রশংসায় পঞ্চমুখ; Click This Link দেখা যায় ১৯৭২ সাল হতে তথা স্বাধীনতা উত্তর পরবর্তী সময়ে ভারত বাংলাদেশের সাথে বৈরী তথা বিমাতা সুলভ আচরণ করে আসছে। ফারাক্কা সহ ৫৪ টি অভিন্ন নদীর ন্যায্য পানি প্রাপ্তি, বেরুবাড়ী, তালপট্টি, শান্তিবাহিনী, বঙ্গভুমি সহ বহু বিষয়ে ভারত সমস্যা ঝুলিয়ে রাখে এবং বাংলাদেশ কে দারুণ ভোগায়। আর তাদের বর্তমান খায়েশ হলো করিডোর এবং সেভেন সিষ্টার্সের জন্য চট্টগ্রাম বন্দর ব্যাবহারের সুযোগ লাভ । বরাবরের মত এবারও দেখা যায় ভারত ভীষণ খুশী যে শেখ হাসিনা ৩/৪ সংসদীয় আসন নিয়ে ক্ষমতায়। আর ভারতের এই খুশী বাংলাদেশের জন্য সেই ১৯৭২ সাল হতে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গেছে।

অর্থাৎ বাংলাদেশ ঠকেছে এবং ভারতই বেশী লাভবান হয়েছে। তাই সামনের পাচ বছর নিয়ে নানা শংকায় আছি। এ প্রসঙ্গে নিম্নের ইতিহাস স্মরণ করতে হয়। ব্রিটিশ আমলে অবিভিক্ত বাংলার মূখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক কে তার জুনিয়র নেতারা একবার প্রশ্ন করলেন যে কোলকাতার হিন্দু সাংবাদিকগণ ও তাদের পত্র পত্রিকা সমূহ সর্বদা আপনার বদনাম ও কুৎসা রটায় এবং সমালোচনা করে তো আপনি এর বিরুদ্ধে কিছু করতে পারেন না। তো জবাবে শেরে বাংলা ফজলুল হক বললেন যে দিন দেখবে তারা (কোলকাতার পত্র পত্রিকা) আমার প্রশংসা করবে তখন বুঝবে আমি তোমাদের (মুসলমানদের) ক্ষতি করছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।