আমাদের কথা খুঁজে নিন

   

আছি



নতুন বছর ফুল যদি হয় আমি-ই মৌমাছি, জেনে রেখো, বছর জুড়ে নতুন করে আছি। নতুন বছর দিনে আছি, সন্ধ্যে বিকেল রাতে আছি নতুন বছর দেশটা জুড়ে, প্রিয় পতাকাতে আছি.. তোমার মাঝে প্রেমে আছি, তোমার ছবির ফ্রেমে আছি বেশি আছি অল্পে আছি হুমায়ূনের গল্পে আছি আল মাহমুদ, রাহমানের কবিতাতে, ছড়ায় আছি নতুন বছর ঝুম বরষায় নতুন বছর খরায় আছি। নতুন বছর জোয়ারে ও ভীষণ ভাটার টানে আছি নতুন বছর দলছুট সেই সঞ্জীব দা'র গানে আছি। প্রিয় বাংলাদেশের জন্য প্রতি পদে পদে আছি পল্টনে না, রাজপথে না পুরো-ই সংসদে আছি নতুন বছর নতুন করে জেনারেশন গ্যাপে আছি নতুন বছর ভালোবাসায় প্রতি পদক্ষেপে আছি। তাই দিয়ে যাই জানান আমি আছি চাওয়ায়, পাওয়ায় নতুন বছর জুড়ে আছি দিন বদলের হাওয়ায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।