আমাদের কথা খুঁজে নিন

   

আমিই ৭১

চেতনার কাঠগড়ায় দাঁড়িয়ে বলছি আমিই ৭১, কি স্বাক্ষী চাস তোরা? আমি ৭১ আমি ৭১ আমিই ৭১ সুপ্ত আগ্নেয়গিরি বুকে ধারন করেছে প্রজন্ম কি দিয়ে রুখবি শাহবাগ? ওরে রক্তচোষা, চেয়ে দেখ আমি ৭১; যে রক্ত সুধা আকন্ঠ পান করেছিস তাতে যে ছিল আগুন বিষ পালাবি কোথায়? তোর ছাইয়ে পেচ্ছাব করব আমি। আমি ৭১ বলছি, বিয়াল্লিশ বছর সয়েছি... আর নয় আমার কিইবা ভয়? আমি প্রজন্ম, আমিই ৭১ দাঁড়িয়ে আছি শাহবাগে ষোল কোটি স্বাক্ষী, দাঁড়িয়ে যাবে যে যার জায়গায়; শরীরের শেষ রক্তবিন্দু নিয়ে। আমিই ৭১ আমি ৭১ বলছি লড়াই চলুক... ফেব্রুয়ারী ০৭, ২০১৩ দুপুর ১২-২৯

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।