আমাদের কথা খুঁজে নিন

   

আত্নার-অপমৃত্যু

হয়তো কিছু নাহি পাবো..

আজ রাতে একটি তারা খসে পড়ুক আর নাই বা পড়ুক একটি আত্নার অপমৃত্যু তবুও ঘটেছে জেনে রেখো আত্নার পুনর্জন্ম কি সম্ভব আমার এখনো জানা নেই... হয়তো তার আর ফেরা হবে না আজ রাতে কোথাও বীণ বাজুক আর নাই বা বাজুক জানি সে ঘরে কোন সুর ছন্দে ভাসবে না অনন্ত পথের পানে যে যাত্রা শুরু তা আর কখনো ফুরাবেনা তারপর রাত আরও বেড়ে চলবে যখন নৈশব্দতা তীব্র আওয়াজ তোলবে তোমাদের নগরময় আর তার সত্ত্বা ধোঁয়া-বাষ্পের মত বিলীন হয় নক্ষত্রের প্রখর স্ফুলিঙ্গে .............................................................. ............................................................... তারপর বেশ কেটে যায় যাপিত জীবন থেমে নেই কেউ, হয়না কোথাও এতটুকু পরিবর্তন শুধু কিছু কথা অস্ফুটে হারালো কেউ কখনও জানবে না

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।