আমাদের কথা খুঁজে নিন

   

না-ভোটের ফলাফল

আমি বলছি যাব যাব, ঘর বলছে না; অবাধ্য সেই দুয়ার আমার, আটকে রাখে পা...

২৯৯টি আসনেই 'না' ভোট পড়েছে। মোট ৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ জন ভোটারের মধ্যে পৌণে ৪ লাখ ভোটার 'না' ভোট দেয়। যা মোট ভোটের শতকরা দশমিক ৪৬ ভাগ। তবে গড়ে প্রতিটি আসনে ১২শ'র বেশি 'না' ভোট পড়ে। ঢাকা জেলার কয়েকটি আসনেও উল্লেখযোগ্য সংখ্যক 'না' ভোট পড়েছে।

ঢাকা নগরীর প্রায় সব আসনেই ভোট সংখ্যার বিচারে 'না' তৃতীয় স্থানে রয়েছে। ঢাকা-৫ আসনে : ৫ হাজার ৯৩টি, ঢাকা-৬ আসনে : ৪ হাজার ৪৫৯টি, ঢাকা-৮ আসনে : ৫ হাজার ৪৮১টি, ঢাকা-৯ আসনে : ৪ হাজার ৬৬৮টি, ঢাকা-১০ আসনে : ৫ হাজার ৬৮৭টি, ঢাকা-১২ আসনে : ৫ হাজার ৫৫৬টি, ঢাকা-১৩ আসনে : ৮ হাজার ৬০৮টি, ঢাকা-১৪ আসনে : ৭ হাজার ৮২৪টি, ঢাকা-১৫ আসনে : ৫ হাজার ২৯৮টি, ঢাকা-১৬ আসনে : ৪ হাজার ৮৭৮টি, ঢাকা-১৭ আসনে : ৬ হাজার ২১৩টি এবং ঢাকা-১৮ আসনে : ৬ হাজার ২৮৯টি 'না' ভোট পড়েছে। চূড়ান্ত বেসরকারি ফলাফলে দেখা যায়, বিভাগ ওয়ারী হিসেবে ঢাকা বিভাগে দেড়লাখ, রাজশাহী বিভাগে ৮১ হাজার, চট্টগ্রাম বিভাগে ৮০ হাজার, খুলনা বিভাগে ৩৫ হাজার, সিলেট বিভাগে সাড়ে ১৫ হাজার ও বরিশাল বিভাগে সাড়ে ৯ হাজার 'না' ভোট পড়েছে। রাঙামাটিতে সবচেয়ে বেশি 'না' ভোট পড়েছে। এখানে মোট ভোটার ছিল ৩ লাখ ৩১ হাজার ৮১২ জন।

এর মাঝে 'না' ভোট পড়েছে ৩২ হাজার ৬৪টি। অর্থাৎ এ আসনে মোট ভোটের প্রায় ১০ শতাংশ 'না' ভোট দিয়েছেন। সবচেয়ে কম 'না' ভোট পড়েছে নোয়াখালী-৬ আসনে। এই আসনে মাত্র ১১৪টি 'না' ভোট পড়ে। পরিশেষে সকল না ভোটারকে অভিনন্দন ।

তথ্যসূত্র: বিডিনিউজ২৪.কম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।