আমাদের কথা খুঁজে নিন

   

শেখ হাসিনার রাষ্ট্রনায়কোচিত প্রতিক্রিয়া

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব
আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোটের মহাবিজয়ের পর এই মাত্র শেখ হাসিনা প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দিয়েছেন। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অভিনন্দন জানিয়েছেন। যেসব মানুষ মহাজোটকে ভোট দেয় নি, তিনি তাদেরকেও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন যে তিনি যে সরকার গঠন করবেন, তা হবে বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল মানুষের সরকার।

একই সাথে তিনি খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন এবং তাঁর সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেছেন যে ডেপুটি স্পীকার এবং সংসদীয় কমিটিগুলোর সভাপতি আনুপাতিকহারে নির্বাচিত হবে বিরোধীদল থেকে। বিরোধীদল রাজি হলে তিনি প্রয়োজনে বিরোধীদল থেকে মন্ত্রীত্ব দিতেও রাজি আছেন। তিনি নতুন প্রজন্মকে নতুন রাজনৈতিক চেতনা এগিয়ে নিতে বলেছেন এবং একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেছেন, জনগণ আমাদের উপর যে বিপুল আস্থা রেখেছেন, সে আস্থার মর্যাদা রাখাই হবে আমাদের প্রধান কাজ।

এবং দারিদ্র্য বিমোচন হবে আমাদের অন্যতম লক্ষ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তিনি বলেছেন, তা হল মহাজোটের সবাইকে তিনি সকল প্রকার সহিংসতা থেকে বিরত থাকতে বলেছেন এবং সংযত আচরণ করতে বলেছেন। তিনি আবারো যুদ্ধাপরাধীদের বিচারের নিশ্চয়তা ব্যক্ত করলেন। তো সব মিলিয়ে আমার কাছে শেখ হাসিনার মন্তব্য বেশ ইতিবাচক মনে হল। আমার ধারণা শেখ হাসিনা সেই আগের মত উল্টা-পাল্টা কিছু বলবেননা।

আমরাও চাই আমাদের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে যেতে এবং একটি সৌহার্দপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি শুরু হোক। এবং আমার ধারণা শেখ হাসিনার নেতৃত্বে সে পরিবর্তনের শুরু আমরা দেখতে পাচ্ছি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।