আমাদের কথা খুঁজে নিন

   

!! এক সেকেন্ড দেরিতে বিদায় নেবে ২০০৮ !!

মানুষকে নতুন কিছু জানাতে পারলে ভাল লাগে ....

আজ ৩১ ডিসেম্বর । খ্রিষ্টীয় ২০০৮ সালের শেষ দিন । রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে শুরু হবে নিউ ইয়ার সেলিব্রেশন । জমজমাট আয়োজন ইউরোপ-আমেরিকায় । বাদ যাই না আমারাও ।

তবে যার যেমন প্রস্তুতিই থাকুক, সবাইবে এবার এক মুহূর্তে বিলম্ব করতে হবে । কারণ ২০০৮ সালের শেস দিনটির সঙ্গে বাড়তি এক সেকেন্ড যুক্ত হয়েছে । তার মানে ২০০৮ সাল বিদায় নেবে এক সেকেন্ড দেরিতে । কাল পরিমাপকরা এবার একটি " লিপ সেকেন্ড " যুক্ত করেছেন বছরের শেষ দিনটিতে । ফলে ২০০৮ সালকে বিদায় জানাতে ক্ষণিক তিষ্ঠাতে হবে ।

পৃথিবীর নিজ অক্ষের সঙ্গে সঙ্গতি রাখতেই এ সংযোজন । খবর জি-নিউজ অনলাইনের । পেন্টাগনের কাল পরিমাপক ইউএস নেভাল অবজারভেটরি জানিয়েছে, বুধবার তারা দিনের হিসাবের সঙ্গে এক সেকেন্ড যুক্ত করবে । সময়ের সঙ্গতি বিধানের এ চর্চা শুরু হয়েছে ১৯৭২ সালে । এটা করার কারণ পৃথিবীর পারমাণবিক ঘড়িতে শেষ বিলার কাল নির্দেশিত হবে ২৩ ঘন্টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড ।

ফলে বাড়তি এক সিকিন্ড যুক্ত করতেই হচ্ছে । কাল যোজন বা বিয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন অ্যান্ড রেফারেন্স সিষ্টেসম সার্ভিস । নিজ অক্ষে পৃথিবীর আবর্তনের নিরিখেই সিদ্ধান্ত নেওয়া হয় । সঠিক কাল নিরুপন বর্তমান বিশ্বে অতি জরুরি বিষয় । ইন্টারনেটভিত্তিক নেট্ওয়ার্ক টাইম প্রটোকল এবং উপগ্রহভিত্তিক গ্লোব্ল পজিশনিং সিষ্টেম সময়ের যথার্থ ক্ষণের ওপর নির্ভরশীল ।

সূত্র : দৈনিক সমকাল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।