আমাদের কথা খুঁজে নিন

   

জাগো তারুণ্য,জাগো বাঙ্গালী জাগো..................

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল-সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয়-সাগরে শাহবাগ মোড় (প্রজন্ম স্কয়ার) থেকে রংমহল চত্বর। বিক্ষোভ ছড়িয়েছে পরেছে সবখানে। কবিতায়,গানে,স্লোগানে,ঝাঁঝালো বক্তব্যে মুখরিত এখন রঙ মহল প্রাঙ্গন। নরঘাতক কসাই মোল্লার ফাঁসীর দাবীতে কিশোরগঞ্জে চলছে লাগাতার অবস্থান ধর্মঘট। অংশ গ্রহণ করছে সাধারণ শিক্ষার্থী,শিক্ষক,পথচারী,রাজনৈতিক-সামাজিক কর্মী সহ সর্বস্তরের মানুষ।

একটু পর পর হচ্ছে কবিতা আবৃত্তি আর গণ সংগীত। সব মিলিয়ে বিকেল থেকে রংমহল চত্বর এক সাবলীল আন্দোলন স্থল। যতক্ষণ না পর্‍যন্ত কসাই মোল্লার ফাঁসির রায় না দেয়া হয় ততক্ষণ চলবে এই আন্দোলন। রুদ্র কাল বোশেখের মতো জাগো তারুন্য। আজ তারুণ্য জেগেছে।

আপনিও আপনার অবস্থান থেকে অংশ নিন এই আন্দোলনে। জাগো তারুণ্য,জাগো বাঙ্গালী জাগো.................. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.