আমাদের কথা খুঁজে নিন

   

আসুন আরো একবার সংগঠিত হই যুদ্ধাপরাধিদের বিরুদ্ধে

বাংলাদেশে সঠিক ইতিহাস সংরক্ষণের এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে আমাদের গৌরবময় ইতিহাস জানানোর প্রত্যয়ে... www.bangladesh1971.org
বিজয়ের মাসে অর্জন করেছি আরো একটি বিজয়। কিন্তু এ বিজয় কোন নির্দিষ্ঠ দলের নয়, নয় কোন গোষ্ঠির। এ বিজয় আমাদের সমগ্র জাতির, নতুন প্রজন্মের। এই নতুন প্রজন্ম দেশকে ভালবাসে, তাই তারা প্রত্যাখান করেছে স্বাধীনতাবিরোধি শক্তির পৃষ্টপোষক জোটকে। আমরা, নতুন প্রজন্ম, দেশকে নিয়ে অনেক স্বপ্ন আমাদের বুকে।

আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই অনেক দূরে, এই দেশকে পরিচিত করে দিতে চাই সমগ্র বিশ্বের কাছে, মাথা তুলে দাঁড়াতে চাই বিশ্বের দরবারে। কিন্তু স্বপ্ন যতই দেখিনা কেন, বার বার শুকুনীর কাল থাবা আমাদের থামিয়ে দেয়। ভেঙ্গে দেয় আমাদের স্বপ্ন। তখন মনে হয় কি হবে আর এই দেশের, যে দেশের মানুষ স্বাধীনতা বিরোধী শক্তিকে নিজেদের ভাগ্য বিধাতা করে সংসদে পাঠায়। কিন্তু না, আমরা নতুন প্রজন্ম এভাবে হাল ছেড়ে দিতে পারিনা।

আমরা হার মানার জাতি নই। আমরা আবারও ঘুরে দাঁড়াতে পারি। আর সেটা পেরেছি বলে আবারও ভোট দিয়ে এমন কাউকে সংসদে পাঠাতে চেয়েছি যারা সেই সকল অপশক্তিকে ধ্বংস করে আমাদেরকে ফিরিয়ে দেবে আমাদের সেই সোনার বাংলা, যে সোনার বাংলার স্বপ্ন আমরা প্রতিনিয়ত দেখি। আমরা তাদের শুধু সরকার গঠন করার অধিকার দেইনি, দিয়েছি সংবিধান পরিবর্তনের ক্ষমতা, যেন প্রতিবারের মত সংবিধানের দোহায় দিয়ে আর কোন শত্রু পালিয়ে যেতে না পারে, আর কোন অপশক্তি আমাদের বাঁধা হয়ে দাঁড়াতে না পারে। আমাদের এই মূহুর্তে সিদ্ধান্ত নিতে হবে, আমরা আর কোন যুদ্ধাপরাধীকে আমাদের এই মায়ের বুকে দেখতে চাইনা।

আমরা চাইনা আর সেই কান্না শুনতে যখন এই মায়ের শত্রুরা তার বুকের উপর দিয়ে হেঁটে যায়। বুক ফুলিয়ে বলে তারা কোন ভুল করেনি। আর শুনতে চাইনা সেই সব শহীদের আত্মার আর্তনার্ত। আমরা ভুলিনি আমাদের মা-বোনের ইজ্জত হারানোর কথা, আমরা ভুলিনি আমাদের মায়ের বুক খালি হবার সেই সব দিনগুলি, আমরা ভুলিনি আমাদের বাবা, চাচা কিংবা ভাইয়ের রক্তমাখা সেই শার্ট। আমরা ভুলতে চাইওনা।

আমরা চাই জাতি আজ চিনুক সেইসব খুনিদের। আমরা চাই জাতি আজ ঘৃণা করুক সেই সব ঘাতক-দালালদের। আমরা চাই শুরু হোক তাদের বিচার অনতিবিলম্বে। আসুন আরো একবার সংগঠিত হই সকল যুদ্ধাপরাধির বিরুদ্ধে, রুখে দেই তাদের কালো হাত। যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে ফেইসবুক গ্রুপ
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।