আমাদের কথা খুঁজে নিন

   

-::.. বিবর্ণ সময়....:::-

ভালো লাগে লিখতে তাই লিখি..............

আজ রোদেলা বিকেলে এক মুঠো সুখ ধরতে গিয়ে দেখি নিস্তব্ধ রাতের প্রহরীর মতন আমার স্বপ্নগুলোও বড্ড বেশী একলা খোলা ক্যনাভাসে রং-তুলি দিয়ে জীবনের জলছবি আঁকতে গিয়ে দেখি রংগুলো পাথর খন্ডের মতন শক্ত-শুকনো; বড্ড বেশী জমাট বাধা সাগরের বুকে দিক-ভ্রান্ত আমি তাই আমার ছোট্ট তরী নিয়ে ভীষন একা কুয়াশা ঘেরা ভোরে আলোর কীরণের অপেক্ষাগুলোন কেন নিষ্ফল ছিল, আজ বুঝি কালের র্নিমম আধারে তাই হারিয়ে ফেলতে খুব ইচ্ছে করে নিজের ভালোবাসা; নিজের স্বত্তা । বুক চিরে হুহু কোন কান্না হ্য়ত ভাসিয়ে নিয়ে যেত আমায় একটা সময়, আজ শুকনো সে হৃদয় জলে ভিজেনা একটায় কেবল জিঙ্গাসা সেখানে প্রতিধ্বনিত হয়ে ফিরে বার বার এই, এই কি তবে শেষ পরিণতি বিবর্ণ সময়কে ঘিরে জীবনের হার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।