আমাদের কথা খুঁজে নিন

   

সুমনুসংলাপ-১৮(ভঙ্গি ও সন্দেহ)

"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran)

মেয়ে--- এ্যাই এদিকে তাকাও । ছেলে--- হুঁ তাকালাম.. ----- দেখি আঁখি.. ------ ভাল করে দেখ..আমিও দেখি তোমার আঁখি... ------দেখতে থাক ------ দেখতে থাকি... ------ ঠায় তাকিয়ে থাক..পলক ফেলবে না... ------ যদি পড়ে যায় ? ------ চেষ্টা কর দেখি কতোক্ষণ পারা যায়... ------ রেকর্ড ভাঙবে না কী ? ------ আমি পারব ....তুমি পারবে কী না সন্দেহ... ------ তোমার মনে হচ্ছে অভ্যাস আছে ??? ----- ফালতু কথা বলবে না ...পলক পড়ে যেতে পারে... ----- রেকর্ড টা মনে হয় ভেঙে গেছে..কারণ আমার চোখ জ্বালা করছে....!!! ----- রেকর্ড কতোক্ষণ জানি না তো !! ----- ধ্যাত তুমি কিছুই জান না ! ( ছেলেটি চোখ নামিয়ে ফেলে....) ছেলে---- তোমার চোখে একটা নতুন জিনিস দেখলাম ! মেয়ে----- কী জিনিস ?? ----- সন্দেহ !! তোমার চোখে সন্দেহ দেখেছি.. ---- তোমার চোখেও একটা নতুন জিনিস দেখলাম ! -----কী ?? ----- তোমার তাকানোর একটা নতুন “ভঙ্গি” দেখলাম !! এই ভঙ্গিতে তুমি কখনো আমার দিকে তাকাওনি ! এখন বল তুমি এই ভঙ্গিতে কোন মেয়ের দিকে তাকাও ??? ----- প্রমাণ হল তো.. আমি কিন্তু ভুল দেখিনি...তোমার চোখে সন্দেহ ছিল.....!! ------ আমিও ভুল দেখনি !! ----- তুমি ভুল দেখনি মানে ?? ----- আমি তোমার “ভঙ্গি” দেখেই সন্দেহ করেছিলাম !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।