আমাদের কথা খুঁজে নিন

   

ভোট কাক দিলু?*

সাদা ময়লা রঙ্গীলা পালে

আজকে সকালে ঘুম থেকে উঠেই মনে মনে ভাবলাম, এমন দিন আমার জন্য এই প্রথম। সারা জীবনে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে মুখে কি আর কম ফেনা তুলেছি? তাতে কোন লাভ হয়নি ঠিক-তবে আজকে যে ভোটটা দিতে যাব, কেবল সেটিই হবে দেশকে নিয়ে আমার সকল “রাজনৈতিক” ভাবনার ও সিদ্ধান্তের বহিঃপ্রকাশ। তাই দুপুরের দিকে মাকে নিয়ে রওনা হলাম ভোট কেন্দ্রে। মনে পড়ল আজ থেকে প্রায় বার বছর আগে এভাবেই মায়ের আঁচল ধরে গিয়েছিলাম ভোট কেন্দ্রে, অবশ্য তখন বয়সের কারণে বৈষম্যহীনতায় পড়ে আর ভোট দেয়া হয় নি । কিন্তু এবারের কথা আলাদা।

দিনে দিনে বয়স তো আর কম হল না! আমাদের ভোট কেন্দ্রটা বাসা থেকে প্রায় ১০ মিনিটের পায়ে হাঁটা পথ। ইচ্ছে করলে রিকশাও নেয়া যেত, তবে প্রায় সবার মত আমরাও পদব্রজেই গমন করিলাম । সত্যি কথা বলতে চেনা রাস্তাগুলোও আমার কাছে পুরোপুরি অচেনা মনে হচ্ছিল। রাস্তার সব মানুষগুলোই হয় ভোট দিয়ে ফিরে আসছে নয়ত ভোট দিতে যাচ্ছে, কেবল নববর্ষের রমনা-শাহবাগের এলাকাকেই এর সাথে তুলনা করা যায়। আর আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ* ভোটার, অর্থাত্ নারীরাও অনেকে খুব করে সেজেগুঁজে এসেছেন।

দেখতে খুবই ভাল লাগছিল । ভোট কেন্দ্রের ভেতরে ঢুকেও খুশি না হয়ে পারা গেল না। সচরাচর ভোট কেন্দ্রে যে বিশাল লম্বা লাইন দেখা যায়, এখানে তেমনটা হয় নি। বরং অনেকগুলো কক্ষে আলাদা আলাদা করে ক্রমিং নম্বর অনুযায়ী ভোটারদের ভোটের ব্যবস্থা করে দেয়া হয়েছে। কে কোন কক্ষে ভোট দেবেন তাও সুন্দর করে দেয়ালে বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দেয়া হয়েছে।

আর সার্বক্ষণিক সহায়তার জন্য পুলিশ ভাইয়ারা তো আছেনই। ক্রমিং নম্বর ঠিক রেখে আবার মহিলাদের জন্য করা হয়েছে আলাদা ব্যবস্থা। মা তাঁর জায়গায় দাঁড়িয়ে গেলে আমিও চলে গেলাম আমার গন্তব্যস্থলে। সব ভালর মাঝে বাঁধা এল ভোট দেয়ার সময়। ভোটারদেরকে জাতীয় আইডি ছাড়াও একটা ক্রমিক নম্বর দেয়া হয়েছে।

আর ভোট দেবার জন্য এগিয়ে গেলে মহিলা অফিসারটি যখন হাসিমুখে আমার সেই নাম্বারটি জানতে চাইলেন,তখন দেখি আমার আইডি ৬৫৩ তে দিব্যি “নূর মোহাম্মদ” নামে এক ব্যক্তির নাম। আমার তো আক্কেল গুড়ুম, একটু আগেও ভোট দেব বলে যে উত্তেজনা মনে বাসা বেঁধেছিল, তা উবে গিয়ে সেখানে বাসা বাঁধল এক অনিশ্চয়তা। ভোট দিতে পারব তো? আমাকে সেখান থেকে পাঠিয়ে দেয়া হল কেন্দ্রের অপর প্রান্তে। কিন্তু ওখানে আমার ক্রমিক নম্বরের ধারেকাছেও কেউ নেই। তাই সেখান থেকে আবার আগের জায়গাটিতে ফিরে আসলাম।

গোলকধাঁধা যাকে বলে আর কি । এদিকে আমার মায়ের ভোট দেয়া শেষ। তখন আমাদের দুজনকে কিংকর্তব্যবিমূঢ়ের মত দাঁড়িয়ে থাকতে দেখে এক পুলিশ ভাই হাসিমুখে এগিয়ে এসে জানতে চাইলেন আমি পূর্ব না পশ্চিম। ছোটবেলায় দেখতাম আমার বড়-ভাইকে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পূর্ব-পশ্চিম নামে একটা মোটা বই পড়তে। কিন্তু এ ছাড়া পূর্ব-পশ্চিমের কোন ধারণাই করতে পারছিলাম না (আমি আবার উত্তর-দক্ষিণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিনা )।

এর মাঝেই পেয়ে গেলাম আমাদের এলাকার এক বড় ভাইয়াকে। তিনিই আমাকে নিয়ে গেলেন সঠিক স্থানে। আসলে এখানেও ক্রমিক নম্বর একই ছিল, তবে এলাকাটি ছিল আলাদা। যা হোক, ভোট দিতে লাগল মাত্র এক মিনিট। দ্বিগ্ধিজয়ীর হাসি নিয়ে ফিরে এলাম মার কাছে ।

এসে দেখি আমার দৈত্যকায় মেজ ভাইও হাজির কেন্দ্রে। তাঁকেও পাঠিয়ে দিলাম আমার জায়গায়। এই তত্ত্বাবধায়ক সরকারের একজন ভক্ত আমি শুরু থেকেই। অনেকের অনেক আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত একটি সুন্দর নির্বাচন হবে বলেই আমার আশা ছিল। আর নির্বাচনটি সম্পূর্ণ অগণতান্ত্রিক (!) একটি সরকারের গণতান্ত্রিক দায়িত্বের সবচেয়ে বড় উদাহরণ হয়েই থাকবে।

আগামীকাল যখন একটি দল নির্বাচিত হবে তখন অনেক দুর্নীতিপরায়ণ নেতাই হয়ত আবার ফিরে আসবেন বিপুল বিক্রমে। পরাজিত দল অভিযোগ তুলবেন রেকর্ডভাঙা ব্যাপক কারচুপির। সকল প্রতিশ্রুতি সিঁকেয় তুলে, ক্ষমা চাওয়ার মধুর স্মৃতিকে জাগিয়ে তুলতে আবারো আগের মতই অপরাধে লিপ্ত হবেন আমাদের মহান নেতারা। কিন্তু গত দু'বছরে আশা ও আশাভঙ্গের ব্যাপক দোলাচলে পড়তে পড়তে আমার একটি বদ্ধমূল বিশ্বাস জন্মেছে মনে। আর তা হল কোন কিছুই বৃথা যায় না।

মানুষ এখন আগের চেয়ে অনেক সচেতন, যত দিন যাবে এই সচেতনতা ক্রমেই বাড়তে থাকবে। সকল কালোর বিরুদ্ধে সুনিশ্চিত জয়ের পথে এভাবেই এগিয়ে চলছি আমরা, আবারো। দিন বদলের যে স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্নকে সত্যি করার একটি স্বপ্নময় ক্ষণ হয়ে থাক আজকের দিনটি। শুভেচ্ছা। *”ভোট কাক দিলু” রংপুরের স্থানীয় ভাষা।

এর অর্থ “ভোট কাকে দিলে”। *এবারে মহিলা ভোটারের সংখ্যা ৪,১২,৩৬,১৪৯ জন। আর পুরুষ ভোটার ৩,৯৮,২২,৫৪৯ জন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।