আমাদের কথা খুঁজে নিন

   

ভুট দিচি: জাতির কাছে জবাবদিহিতা

বিজ্ঞাপনঃ http://bdeconomy.blogspot.com/

এক্টু আগে ভুট দিয়া আইলাম। অনেক চিন্তাভাবনা কইরা দেখলাম, আওয়ামী লীগ্রে ভুট দেয়া উচিত। একটা একটা কইরা বলি; ১) বি এন পী তো আগেই বাদ। আঊট অব লিস্ট। ২) বাকি টুটকা ফুটকা গুলারে দিয়া কোন লাভ হইবো না ৩) দুপুর ২ টা পর্যন্ত আবহাওয়া দেখলাম, না ভুট কেউ দেয় নাই, অতএব না ভুট বাদ ৪) আমার এলাকায় সাবের মামু দাড়াইচে, হে চোর হইলেও অন্যান্য লুগজন থুন ভালা, শিক্কাগত যুগ্যতায় ভালা আচে ৫) সবচেয়ে বড় কতা, বিপুল পরিমান ভুট সাবের মামু পাইতাচে, পর্যবেক্কন করিয়া কইতাচি, ৬) ফাইনালী, আমি দেহুম আমার এলাকার ভালা কেডা করতে পারবো, টুটকা ফুটকা যা হোক সাবের মামু করতে পারব আরেক ডা কতা, হাসিনা আফা "ডিজিটাল বাংলাদেশ" কইয়া ফাটাইয়া ফেলতেচে, দেহি কি হয়, লুভ লাগে, যদি ৪০০/৩০০ টাকায় ইনটারনেটটা পাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।