আমাদের কথা খুঁজে নিন

   

৫ এবং ৮ ডিসেম্বর ২০০৫ এ লেখা দুটি

ডুবোজ্বর

০৫১২০৫ রাত্রি তোমাকে আর ছোঁবো না জেগে জেগে অস্পৃশ্য আমি খুলে নেবো চোখ থেকে চোখের কপাট স্বপ্নের অন্ধসম্ভাবনা অশ্রুর নোনতাযন্ত্রণা আমি ফিরবো না তোমার মায়াগৃহে গৃহের ছায়া মরে পড়ে থাকে বাড়ির শরীরে আর আমার ঘর জানলাবিহীন খুব উত্তরে -------------------------------------------------------- ০৮১২০৫ কিছুই জানি না রাত্রি রাতের মতো আসে নি অ›ধকার কিছুই জানি না দুপুর কিছুই জানি না দেখা ভোর শূন্যতার উৎসবে লুকোচুরিসন্ধ্যা এলে ধানের গন্ধ নিভে যাবে অন্যএকগন্ধের প্রতুলতায় ওইগন্ধে নার্সিসাস পুড়ে ছাই অমরতা বিষ হয়ে জ্বলে দৈনিকপানপাত্রে পাত্রের রঙ রৌদ্র সাজিয়েছে কালরাতে কিছুই জানি না প্রিয়তমধানক্ষেত


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।