আমাদের কথা খুঁজে নিন

   

ন্যাশনাল আইডি কার্ডের চিট-শিট

দেশকে ভালবাসি, কিন্তু দেশের জন্য কিছুই করতে পারি নাই বলে, নিজেকে খুব ছোটলোক ভাবি

ইনসপায়ার্ড বাই Koushik আপনরা হয়ত ন্যাশনাল আইডি কার্ড সম্পর্কে আগেই বেশ গ্যানাহত হয়ে আছেন তার পরও আমি আরেকটু আহত করবার চেষ্টা করছি ধরা যাক, ন্যাশনাল আইডি কার্ডের নম্বরটি হচ্ছেঃ ২৬৯৯০৪০১৫০৬০০ বুঝবার সুবিধার্থে ভেঙ্গে যদি দেখিঃ ২৬-৯-৯০-৪০-১৫০৬০০ যার প্রথম দুই ডিজিট - ২৬ হচ্ছে জেলা কোড। যেমনঃ ঢাকা জেলা। পরবর্তী ডিজিট- ৯ হচ্ছে আর.এম.ও (রিজিওন) এখানে ৯ মানে সিটি কর্পোরেশন। ১ = পল্লী ২ = পৌরসভা / অন্য এলাকা ৩ = শহর ৫ = ক্যান্টঃ বোর্ড ৯ = সিটি কর্পোরেশন পরবর্তী দুই ডিজিট- ৯০ হচ্ছে উপজেলা/থানা কোড। পরবর্তী দুই ডিজিট- ৪০ হচ্ছে পৌর/ওয়ার্ড/ইউনিয়ন কোড। পরবর্তী ৬ ডিজিট হচ্ছে ব্যক্তিগত নম্বর আশা করছি বিষয়ডা এক্কেরে সার্ফ এক্সেল দিয়া ধুইয়া গেছে..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।