আমাদের কথা খুঁজে নিন

   

এই নির্বাচনে বিজয়ী এবং পরাজিতদের প্রতি একটি ব্লগীয় আহবান।

Woods are lovely dark and deep And I have a promise to keep

আগামী কালই আমাদের বহুল আলোচিত এবং প্রতীক্ষিত নির্বাচন। মনটা দুরু দুরু করছে নির্বাচন পরবর্তী পরিস্হিতির কথা ভেবে। অতীতের অভিজ্ঞতা থেকে যেটা দেখা যায় তাহলো নির্বাচনে পরজিত দলের উপর বিজয়ী দলের আক্রমন এবং নানা রকম নির্যাতন। এবারেও সেরকম কিছু ঘটবে কিনা কে জানে?কামনা করছি সেরকম ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। অতীতের প্রত্যেক নির্বাচনের সময়ই দেখা গেছে রাজনৈতিক দল গুলো মানুষকে নানারকম আশ্বাসের বানী শোনায় কিন্তু পরবর্তীতে সেটা ভুলে যায়।

আমরা এটিরও পুনরাবৃত্তি হোক তা চাই না। আমরা চাই বিজয়ী দল জনগনকে দেয়া আশ্বাসের অন্ততঃ শতকরা ৮০ ভাগ পূরন করবে। দেশের মানুষের এই মূহুর্ত্যে সবচাইতে বেশী প্রয়োজন অর্থনৈতিক অবস্হার উন্নয়ন। এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করার পাশাপাশি প্রয়োজন হরতল ত্যাগ করার। আমরা চাই হরতাল নামক ক্ষতিকর বিষয়টি এদেশ থেকে বিদায় নেবে।

বিজয়ী দলের প্রতি আমাদের আশা তাদের অবস্হান হবে সন্ত্রাস আর দুর্নীতির বিপরীতে। আর যারা পরাজিত হবে বা বিরোধীদলে থাকবে তাদের কার্যকলাপ হবে গঠনমূলক। আসুন সবাই মিলে আমাদের স্বাধীনতকে সার্থক করি। শান্তিই হোক আমাদের আরাধ্য। আ বহুল আলোচিত এবং প্রতীক্ষিত নির্বাচন।

মনটা দুরু দুরু করছে নির্বাচন পরবর্তী পরিস্হিতির কথা ভেবে। অতীতের অভিজ্ঞতা থেকে যেটা দেখা যায় তাহলো নির্বাচনে পরজিত দলের উপর বিজয়ী দলের আক্রমন এবং নানা রকম নির্যাতন। এবারেও সেরকম কিছু ঘটবে কিনা কে জানে?কামনা করছি সেরকম ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। অতীতের প্রত্যেক নির্বাচনের সময়ই দেখা গেছে রাজনৈতিক দল গুলো মানুষকে নানারকম আশ্বাসের বানী শোনায় কিন্তু পরবর্তীতে সেটা ভুলে যায়। আমরা এটিরও পুনরাবৃত্তি হোক তা চাই না।

আমরা চাই বিজয়ী দল জনগনকে দেয়া আশ্বাসের অন্ততঃ শতকরা ৮০ ভাগ পূরন করবে। দেশের মানুষের এই মূহুর্ত্যে সবচাইতে বেশী প্রয়োজন অর্থনৈতিক অবস্হার উন্নয়ন। এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করার পাশাপাশি প্রয়োজন হরতল ত্যাগ করার। আমরা চাই হরতাল নামক ক্ষতিকর বিষয়টি এদেশ থেকে বিদায় নেবে। বিজয়ী দলের প্রতি আমাদের আশা তাদের অবস্হান হবে সন্ত্রাস আর দুর্নীতির বিপরীতে।

আর যারা পরাজিত হবে বা বিরোধীদলে থাকবে তাদের কার্যকলাপ হবে গঠনমূলক। আসুন সবাই মিলে আমাদের স্বাধীনতাকে সার্থক করি। শান্তিই হোক আমাদের আরাধ্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।