আমাদের কথা খুঁজে নিন

   

আজ কত তারিখ !



হ্যাঁ ৯ম জাতীয় সংসদ নির্বাচন আমাদের দোড়গোড়ায়। আর মাত্র ১ দিন বাকি। তো এই সময়ে দাড়িয়েও কেন যেন মনে হচেছ নতুন করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। যা আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করে দেখিয়েছেন। আমি আওয়ামী লীগ কে দেখতে পারিনা।

তার কিছু কারণ আছে সেটা এই পোস্ট বলবো না। তবে ভুতের মুখে রাম নাম শুনলে ভীষণ কষ্ট হয়। তো যে কারণে হাসতে ইচ্ছে হচ্ছে তা হলো...... প্রত্যন্ত পল্লীতে বাস করেন সেই ভদ্র লোক। তো লেখা পড়া জানেন না। ফসল বুনতে হলেও তো মাসের হিসাব রাখতে হয় তাই তিনি অভাবনীয় পন্থা অবলম্বন করলেন।

মাটির হাড়ি, কলস, চাড়ি বা এই জাতীয় দ্রব্যের ভাঙা চাড়া তিনি কষ্ট করে প্রতিদিন একটা একটা করে জমিয়ে রাখতেন। প্রতি মাসের শুরু থেকে তিনি এই কাজটা বেশ যত্ন করে করতেন। কিন্তু কিছু দুষ্টু বালক তাদের খেলার কিছু চাড়া এনে সেই গনক ভদ্রলোকের গাদায় রাখলেন। তো সেই মাসে এক ভদ্র লোক অবশ্য তিনিও লেখা পড়া জানেন না, এলেন মাসের কত তারিখ জানতে। লোকটি বলল- বসো আমি আসছি।

তিনি চলে গেলেন তার চাড়ার গাদিতে। গুনতে শুরু করলেন গুনতে গুনতে ত্রিশ পার হয়ে গেল। তখনো চাড়া অর্ধেকের বেশি। তো এক মুট তুলে দিলেন ফেলে। তাও দাড়ালো ৪৫ ।

বাইরে এসে অপেক্ষারত ভদ্রলোককে বললেন আজ মাসের ৪৫ তারিখ। তো তিনি লেখা পড়া না জানলেনও একটু আবাক হলেন, ৪৫দিনে মাস কিভাবে হয়? তো মাস গণক একটু মুচকি হেসে বললেন- হে হে আরোতো এক খাবলা ফেলে দিয়েছি। তো গতবারের নির্বাচনে ভোটারের চেয়ে ভোট বেশি পোল হয়ে গিয়েছিল। এমনটি ফেলে দেওয়া ব্যালট বাক্স ধানের জমিতেও পাওয়া গিয়েছিল । যাই হোক এবার যেন মাস ৩০ নয় ৩১ দিনেই হয়।

৪৫ দিনে মাস বানিয়ে কেই যেন ক্ষমতায় না যায় তাহলে হয়তো দেশটা বাচবে। কোন প্রতীক নয় আসুন যোগ্য প্রার্থীকে ভোট দিই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।