আমাদের কথা খুঁজে নিন

   

১০ ডিসেম্বর ২০০৫ এ লেখা দুটি

ডুবোজ্বর

১০১২০৫-১ আমাকে ঘুমোতে না দেখে কেনো তুমি জেগে থাকো অন্ধবকুল এখানে তোমার কাজ নেই এখানে জলের বুকে সবুজভালোবাসা এখানে জলের বুকে ছড়ানো নম্রচাদর তুমি যাও আলোগৃহে আঁধার পুড়ছে দেখে এসো তারপর গোধূলিলগ্নে ঘুমশয্যা শয্যা খুলে ছড়িয়ে দেবো রূপকথা ছড়িয়ে দেবো তোমার চোখের দেশে ওইদেশ অদ্ভুতশান্তি হয়ে থাকে ওইদেশ পৃথিবীর তিনভাগ ধরে রাখে আলোগৃহ উজ্জ্বল তোমার ছায়ায় আমি জাগি তোমাকে পাহারায় ----------------------------------------------------- ১০১২০৫-২ উষ্ণতা ফুরিয়ে যায় অনন্তসময় ধরে কবেকার কোন রাজবাড়ি ডুবে গেছে তা জেনে আমার কী অথবা তাহার সমুদ্র নুনস্বাদ বিকিয়ে দেয় তারপর সরে যায় তরঙ্গসমেত চারদেয়াল খুলে রাখে কমলাবাতাস অথইজোয়ার হারায় না প্লাবনে প্লাবন কী করে নিজেও জানে না খানিকটা জেনেছে ক্রমে তার জল উষ্ণতা ফুরিয়ে যায় অনন্তসময় ধরে আসো হাত ধরে ছেড়ে দিই ভিড়ে


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।